January 16, 2025, 12:54 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

খুলনার এমপি মোস্তফা রশিদী আর নেই

খুলনার এমপি মোস্তফা রশিদী আর নেই

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খুলনার এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। তার বড় ছেলে এস এস খালেদীন রশিদী সুকর্ণ জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে তিনবার সংসদে দায়িত্ব পালন করা মোস্তফা রশিদী সুজা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে অসুস্থ সুজা কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়ে কিডনি প্রতিস্থাপন করিয়ে এসেছিলেন। দেশে ফেরার পর খুলনার শহীদ হাদিস পার্কে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি। মোস্তফা রশিদী সুজা খুলনা-৪ আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন ১৯৯১ সালে। ১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান। সর্বশেষ ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান। খুলনার এই আওয়ামী লীগ নেতার রাজনৈতিক জীবনের শুরু বাম সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে। খুলনা পৌরসভার কাউন্সিলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। খুলনা আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সুজা। এছাড়া খুলনা নাট্য নিকেতনসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন আজীবন।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারের শোক: এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব সুজা এলাকার উন্নয়নসহ গণতন্ত্র বিকাশে অবদান রেখেছেন। রাষ্ট্রপতি শোক বার্তায় এই সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসনিা বলেন, জনপ্রিয় এই নেতা আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী প্রয়াত এই সাংসদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এদিকে সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার এক শোকবার্তায় স্পিকার বলেন, মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে জাঁতি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল। মুক্তিযুদ্ধে ও রাজনীতিতে তার অবদান জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মোস্তফা রশিদী সুজার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোকবার্তায় মোস্তফা রশিদী সুজার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আ.স.ম ফিরোজ। এছাড়া, এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান, খুলনার মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

Share Button

     এ জাতীয় আরো খবর