December 25, 2024, 11:27 am

সংবাদ শিরোনাম
বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাইক্রোসফটের নতুন মহাব্যবস্থাপক দক্ষিণপূর্ব এশিয়ায়

মাইক্রোসফটের নতুন মহাব্যবস্থাপক দক্ষিণপূর্ব এশিয়ায়

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণপূর্ব এশিয়ার জন্য সুক হুন চিয়াহকে নতুন মহাব্যবস্থাপক নিযুক্ত করেছে মাইক্রোসফট। এ অঞ্চলে গ্রাহকদের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশসহ ভুটান, ব্রুনাই, ক্যাম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কায় পার্টনার ইকোসিস্টেম বিস্তৃত করতে কাজ করবেন সুক হুন।

নতুন পদবিতে যোগদান প্রসঙ্গে সুক হুন বলেন, ‘এ অঞ্চলে উদীয়মান বাজারে সবার ক্লাউডে সংযুক্ত হওয়ার ইচ্ছে এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে তাদের উদ্দীপনা আমার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদীয়মান বাজারে উদীয়মান প্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা নিয়ে আমার কাজের অভিজ্ঞতাই আমাকে সুযোগ করে দিয়েছে একটি কমিউনিটি হিসেবে কাজ করার।”

“ধারণা অনুযায়ী, আগামি ২০২১ সালের মধ্যে, ডিজিটাল রূপান্তরের কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আমি কাজের ক্ষেত্রে এ অঞ্চলের টেকসই অংশীদার বাস্তুসংস্থানের ওপর জোর দিচ্ছি।”

তথ্যপ্রযুক্তিখাতে সুক হুনের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং ২১ বছর ধরে তিনি মাইক্রোসফটের সঙ্গেই কাজ করছেন। নতুন দায়িত্ব নেওয়ার আগে সুক হুন এপিএসি’র এসএমই শাখার পরিচালক হিসেবে কাজ করেছেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাইক্রোসফটের প্রেসিডেন্ট আন্দ্রিয়া ডেলা মাতিয়ার অধীনে কাজ করবেন সুক হুন। এ নিয়ে ডেলা মাতিয়া বলেন, ‘ডিজিটাল সম্প্রদায় এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে তার কাজের অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে। এ বাজারে সব অংশীদারদের নিয়ে একটি বাস্তুসংস্থান গঠনে সুক হুনের নেতৃত্ব আদর্শ মডেল হিসেবেই বিবেচিত হবে। এশিয়া প্যাসিফিকের নারীদের ভবিষ্যৎ নেতা হিসেবে প্রস্তুত করতে সুক হুনের তীব্র ইচ্ছে এবং দিক নির্দেশনাকে আমি সাধুবাদ জানাই।’

সুক হুন এ পদে নিযুক্ত হচ্ছেন মিশেল সিমন্সের পরিবর্তে। মিশেল সিমন্স এশিয়া থেকে ইউরোপে যাচ্ছেন মাইক্রোসফটের মধ্যপূর্ব ইউরোপের মার্কেটিং অ্যান্ড অপারেশনসের জেনারেল ম্যানেজার হিসেবে।

Share Button

     এ জাতীয় আরো খবর