September 16, 2024, 2:20 pm

সংবাদ শিরোনাম

খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

 

খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক


খুলনায় তানভীর হোসেন রকি (২১) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তিসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত রকি নগরীর আলতাপোল লেন এলাকার বাসিন্দা। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরা সুলতানা জানান, খুলনা এম এস সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তানভীর। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানা যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর