January 16, 2025, 11:42 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

মাহমুদুর রহমানের ওপর হামলায় ঘটনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান মওদুদ

মাহমুদুর রহমানের ওপর হামলায় ঘটনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান মওদুদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর হামলায় ঘটনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন মওদুদ আহমদ। গতকাল মঙ্গলবার ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘এতোটাই চরম পর্যায়ে পৌঁছেছে’ যে, সরকার ওই হামলার ঘটনায় কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি মনে করি, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী- দুইজনের উচিত হবে পদত্যাগ করা। কারণ একজন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। আদালতের সামনে এই ধরনের একটা হত্যার আক্রমণৃ তার কোনো বিচার বা ব্যবস্থা করতে পারেননি এখন পর্যন্ত। আর স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেন নাই। এই কারণে তাদের ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর মানহানির একটি মামলায় জামিন নিতে রোববার কুষ্টিয়া গেলে সেখানে আদালত চত্বরে তার উপর হামলা হয়। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন তার সঙ্গীরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর জরুরি অবস্থার সময় আমার দেশ পত্রিকাটির মালিকানা কিনে নিজেই সম্পাদকের দায়িত্ব নেন। শহবাগে গণজাগরণ আন্দোলনের সময় সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ ওঠে আমার দেশের বিরুদ্ধে। মাহমুদুরকে আদালত অবমাননার জন্য শাস্তিও পেতে হয়েছে। বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে দেশের বিভিন্ন স্থানে। মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা ‘জাতির জন্য কলঙ্কজনক’ মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ বলেন, সংবাদ মাধ্যমের এখন স্বাধীনতা নেই। যেভাবেই হোক, কৌশলে হোক, পরোক্ষভাবে হোক, সরকার গণমাধ্যমকে একটি নিয়ন্ত্রণে রেখেছে, যাতে তাদের বিরুদ্ধে কেউ লিখলে বা কেউ রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এই অবস্থার পরিবর্তনে বিএনপি শিগগিরই আন্দোলনে নামবে জানিয়ে মওদুদ বলেন, আমি আশা করি আগামি দুই মাসের মধ্যে দেশের রাজনীতির অবস্থার পরিবর্তন ঘটবে। দেশের মানুষ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পরির্তন আনার জন্য মাঠে নামব। আমরা মাঠে নেমে, পথে নেমে, রাজপথে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, ড্যাবের অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন,অধ্যাপক রফিকুল কবির লাবলু, অধ্যাপক রফিকুল ইসলাম, এ্যাবের জহিরুল ইসলাম, শামীমুর রহমান শামীম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, ডিইউজের কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম এ কর্মসূচিতে বক্তব্য দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর