December 25, 2024, 10:34 am

সংবাদ শিরোনাম
বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফেইসবুক রুশ প্রতিষ্ঠানের সঙ্গেও ‘ডেটা শেয়ার করেছে’

ফেইসবুক রুশ প্রতিষ্ঠানের সঙ্গেও ‘ডেটা শেয়ার করেছে’

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ফেইসবুক ব্যবহারকারীদের ডেটায় প্রবেশাধিকার পেয়েছে রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত দেশটির এক ইন্টারনেট জায়ান্ট, এমন খবর প্রকাশের পর নিজেদের ডেটা শেয়ারিং চর্চা নিয়ে নতুন নজরদারির মধ্যে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আর প্রযুক্তি সাইট ওয়্যারড এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ কর। ফেইসবুক ২০১৫ সালে তাদের প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পরও মেইল ডট আরইউ এর বানানো অ্যাপগুলো কীভাবে ফেইসবুক ব্যবহারকারীদের ডেটায় প্রবেশ করতে সক্ষম ছিল তা ব্যাখ্যা করা হয় এই প্রতিবেদনগুলোতে।

সম্প্রতি ফেইসবুক মার্কিন কংগ্রেসকে পাঠানো এক বিবৃতিতে জানায়, মেইল ডট আরইউ এমন অ্যাপ বানিয়েছে যা সোশাল জায়ান্টটির প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বিত হতে পারে। ২০১৫ সালে এই প্ল্যাটফর্ম থেকে ডেটা নেওয়ার সুযোগ বন্ধের পরও অ্যাপ নির্মাতাদের একটি নির্দিষ্ট গোষ্ঠী ডেটা নেওয়ার বাড়তি সুযোগ পাচ্ছিল।

সিএনএন আর ওয়্যারড-এর প্রতিবেদন মতে, ব্যবহারকারীদের ডেটায় মেইল ডট আরইউ অতিরিক্ত দুই সপ্তাহ সুযোগ পেয়েছে। এ নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ফেইসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।

ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক থাকা রুশ ব্যবসায়ী আলিশার উসমানভ মেইল ডট আরইউ প্রতিষ্ঠা করেন। ফেইসবুকে মেইল ডট আরইউ-এর কার্যক্রম নতুন করে অবাক করার মতো কিছু বিষয় উঠিয়ে এনেছে। সেইসঙ্গে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভুল তথ্য আর প্রজ্ঞাপনের ছড়ানো শুরু করতে রুশ সরকারের ফেইসবুক ব্যবহার নিয়ে আরও তথ্যের চাহিদা সৃষ্টি করেছে।

মেইল ডট আরইউ-এর সাবেক প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ইউরি মিলনার তার প্রতিষ্ঠান ডিজিটাল স্কাই টেকনোলজিস-এর মাধ্যমে ফেইসবুকের দুই শতাংশ শেয়ার কিনতে ২০ কোটি ডলার বিনিয়োগ করেন। পরের বছরগুলোতে আরও কয়েকশ’ ডলার বিনিয়োগ করেন তিনি। ২০১২ সালে মেইল ডটআরইউ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির পর ফেইসবুকে থাকা নিজের অংশ বিক্রি করে দেন মিলনার, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।

মার্কিন সংবাদমাধ্যমটিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, “শেষ ছয় মাসে আমরা জেনেছি তৃতীয় পক্ষের হাতে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ ও ব্যবহার নিয়ন্ত্রণে ফেইসবুকের হাতে নিয়ন্ত্রণ খুবই কম।”

“এখন আমরা জানলাম রাশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, যার কর্মকর্তারা ভøাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, হয়তো ফেইসবুকের সঙ্গে কয়েকশ’ অ্যাপের সমন্বয় করেছে, ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে। যদি তা সত্যি হয়, আমাদের উচিত মেইল ডট আরইউ-এর সঙ্গে ব্যবহারকারীদের কী তথ্য শেয়ার হয়েছে তা আর সংগ্রহ করা ডেটা দিয়ে কী করা হতে পারে তা জানা।”

Share Button

     এ জাতীয় আরো খবর