March 21, 2025, 6:37 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

ঘুষ ছাড়া নড়ে না ফাইল, ভোগান্তিতে বাকেরগঞ্জবাসী

ঘুষ ছাড়া নড়ে না ফাইল, ভোগান্তিতে বাকেরগঞ্জবাসী

রাজিব আহসান জাকারিয়া, বরিশাল থেকে

বরিশালের ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ এখন পরিনত হয়েছে দুর্নীতির স্বর্গরাজ্যে। সরেজমিনে দেখা গেছে ভোগান্তির চরম দৃশ্য। চলছে দায়িত্ব পালনে অবহেলা, দেখার কেউ নেই।

জানা গেছে , দুপুর ২ টার পর বেশীরভাগ উপজেলার কর্মকর্তাই থাকেন না। বিভিন্ন অফিসে নাগরিক সেবা যা বিনামূল্যে পাবার কথা তার জন্য খরচ করতে হয় হাজার হাজার টাকা। এমনকি ঘুষের জন্য নড়ে না ইউনিয়ন কমপ্লেক্স বরাদ্দের ফাইল।

উপজেলার ১৪ টি ইউনিয়ন এর মধ্যে একটি ইউনিয়ন হল রংগশ্রী । এই ইউনিয়ন এর বর্তমানে কোন পরিষদ কমপ্লেক্স না থাকায় নাগরিক সেবার জন্য হয়রানির শিকার হচ্ছে জনগন। ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন আমাদের জানান, ঘুষ ছাড়া কিছুই নড়ে না। স্থানীয় সরকার এর একটি প্রতিষ্ঠান যেটা থেকে জনগন সরকারের সকল সুবিধা পাবে। অথচ এই পরিষদের ভবন নির্মাণ এর বরাদ্দের জন্য ফাইল ঘুষ ছাড়া মন্ত্রনালয়ে যায় না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই দুর্নীতির ফলে জনগন ভোগান্তির শিকার তো হচ্ছেই পাশাপাশি সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এইধরনের আরও বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন স্থানীয় প্রতিনিধিগণ। উপজেলার দাড়িয়াল ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব এম এ জব্বার বাবুল তিনি আমাদের নিকট বলেন, বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই দুর্নীতির ফলে হচ্ছে না উন্নয়ন। ফলে আমি নিজে জনগনের সুবিধার্থে নিজের অর্থায়নে বেশ কয়েকটি রাস্তা করতে বাধ্য হয়েছি যার অর্থ এখনও সরকার আমাকে দেয় নি। তিনি আর বলেন , এভাবে চলতে থাকলে মানুষ বাঁচবে কিভাবে?

কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক তালুকদার এবং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন তারাও এ ব্যাপারে একই কথা জানান। এর ফলে সরকারের মিশন ব্যর্থ হয়ে যাবে।

বাকেরগঞ্জ এর চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব গাওছেল আজম লাল তিনি জানান অন্য কথা। তিনি বলেন আমরা দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাজ করছি। কিন্তু আজ এই কিছু অসাধু লোকের কাছে আমরা জিম্মি। সরকার যদি এই সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহন করে তাহলে সরকারের সব উন্নয়ন ধামাচাপা পরে যাবে। তবে বর্তমানে স্থানীয় সরকারের যে পরিমান কাজ এবং দায়িত্ব দেয়া হয়েছে, এর বিনিময়ে যে পরিমান সম্মানী ভাতা একজন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কে দেয়া হয় তা অপমানজনক। এই সম্মানীভাতা দেয়ার চেয়ে না দেয়াই শ্রেয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন থাকবে হয় আমাদের ভাতাকে সম্মানিত পর্যায়ে নিয়ে আসুন নতুবা বন্ধ করে দিন। বর্তমান বাজারে এই যৎসামান্য ভাতা দিয়ে আমাদেরকে আর ছোট করবেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর