December 24, 2024, 10:37 pm

সংবাদ শিরোনাম
বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাস্ক ফুটবল দল উদ্ধারে সাহায্য করতে চান

মাস্ক ফুটবল দল উদ্ধারে সাহায্য করতে চান

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় আটকে পড়া দেশটির ১২ সদস্যের কিশোর ফুটবল দল ও তাদের কোচকে উদ্ধারে সহায়তা করতে চান মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক।

এক টুইট বার্তায় স্পেসএক্স, টেসলা এবং বোরিং কোম্পানি প্রধান মাস্ক বলেন, থাই ফুটবল দলকে উদ্ধারে “সহায়তা করতে পারলে তিনি খুশি হবেন।”

টুইটারে এক গ্রাহক মাস্ককে প্রশ্ন করেন, দুই সপ্তাহ ধরে গুহায় আটকে পড়া দলটি উদ্ধারে তিনি কোনো সহায়তা করতে পারেন কিনা। কয়েক ঘণ্টা পর ইতিবাচক উত্তর দিয়েছেন মাস্ক, বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।

ইতোমধ্যেই দলটি উদ্ধারে জটিল অভিযানের জন্য সারা বিশ্ব থেকে একটি দল গঠন করা হয়েছে। মাস্ক যদি এতে অংশ নেন তবে কীভাবে তিনি সহায়তা করবেন তা এখনও স্পষ্ট নয়।

যে গুহায় দলটি আটকা পড়েছে সেটিকে অভিশপ্ত হিসেবে বিবেচনা করা হয়।

বোরিং কোম্পানির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ভূপৃষ্ঠের নিচ দিয়ে টানেল খননে সক্রিয়ভাবে কাজ করছেন মাস্ক। ভবিষ্যৎ প্রজন্মের দ্রুত গতির যাতায়াত ব্যবস্থা লুপের জন্য দেশটির মূল শহরগুলোতে টানেল খনন করছে তার প্রতিষ্ঠান।

এদিকে, মাস্ক টুইটারে ভক্ত আর অন্যান্যের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছেন। চলতি বছর এপ্রিল আর মে মাসে তিনি চারগুণ টুইট করেছেন। সংবাদ সাইট কোয়ার্টজ-এর হিসাবে টুইটারে তার মোট যোগাযোগের ৮০ শতাংশই ছিল কোনো টুইটের জবাব, মূল পোস্ট নয়।

২০১৭ সালে মাস্ক টুইটারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান-এর অস্ট্রেলীয় প্রতিষ্ঠাতা মাইক ক্যানন-ব্রুকসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এতে তিনি দাবি করেন দক্ষিণ অস্ট্রেলিয়ার শক্তি ঘাটতি ও ব্ল্যাকআউট ঠেকাতে প্রতিষ্ঠানটি একশ’ দিনের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম-আয়ন ব্যাটারি বানাতে পারবেন। যদি একশ’ দিনে তা না করতে পারেন তবে পুরো খরচ নিজে বহন করবেন বলেও প্রতিশ্রুতি দেন মাস্ক। এই প্রকল্প তিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করেন। এতে সফল না হলে “সম্ভবত পাঁচ কোটি ডলার বা তার বেশি” ব্যয় করতে হতো বলেও জানান মাস্ক।

Share Button

     এ জাতীয় আরো খবর