September 22, 2024, 5:27 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

স্বাধীনতাবিরোধী চক্র কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে : শাজাহান খান

স্বাধীনতাবিরোধী চক্র কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে : শাজাহান খান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজাকার আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা সরকারি চাকরিতে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে তাদেরও তালিকা প্রণয়ন করা হবে।

গতকাল রাজধানীর মতিঝিলস্থ সোনালী ব্যাংক চত্বরে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে ৬-দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে নৌপরিবহন মন্ত্রী এ কথা বলেন। ‘২০০৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র কোটা সংস্কার আন্দোলনের নামে এখন ষড়যন্ত্র করছে।’

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে কোটা পদ্ধতি চালু রাখতে হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন,স্বাধীনতা বিরোধীরা কখনই দেশের উন্নয়ন চায়নি। জামাত-শিবির দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি বলেন,মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

পরে নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালী সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা ওসমান আলী, মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়া,মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর