এমপিওভুক্তি একেবারেই খারাপ কার্যক্রম: অর্থমন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
শিক্ষা-প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এমপিওভুক্তিকরণ কোনো ভালো প্রোগ্রাম না। এতে যথেষ্ট জালিয়াতি ছিলো, এরপরও কেন আপনারা (সংসদ সদস্যরা) এমপিওভুক্ত করার চেষ্টা করেন? গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তরকিত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারীর সম্পূরক প্রশ্নের জবাবে এভাবেই ক্ষোভপ্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রী মুহিত বলেন, এমপিওভুক্তির জন্য এই বছরে বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং আপনারা পাবেন। তবে আমি কিছু বলতে চাই, এমপিওভুক্তিটা একেবারেই খারাপ কার্যক্রম, যা আমরা কোনো একটা সময়ে গ্রহণ করেছিলাম এবং এটা এখনো চালিয়ে যাচ্ছি। এমপিওভুক্তিতে শুধুমাত্র শিক্ষকদের বেতন দেওয়া হয় এবং তাও সামন্য কয়েকজন শিক্ষক-কর্মচারীদের। শিক্ষার উন্নয়নের জন্য এটা মোটেই যথাযথ কার্যক্রম নয়। শিক্ষার উন্নয়নের জন্য অনেক ভালো প্রোগ্রাম ছাত্র-ছাত্রীর উপবৃত্তি এটা অনেক ভালো প্রোগ্রাম। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষার যে উপদান আছে সেগুলো দেওয়ার জন্য যদি অর্থ দেওয়া যায় সেটা অনেক ভালো কাজ করে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নের জন্য যদি স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে। কেন আপনারা (এমপি) সেগুলোর দিকে মোটেই নজর দেন না এবং বারবার এই এমপিওভুক্তির চেষ্টা করেন। এমপিওভুক্তিতে যথেষ্ট জালিয়াতি ছিলো, সেটা আমাদের মন্ত্রী (শিক্ষামন্ত্রী) অনেক কমাচ্ছেন। এ বিষয়ে আমার অপিনিয়নটা (মতামত) আপনাদের কাছে দিলাম, যোগ করেন অর্থমন্ত্রী। এদিকে, রাত ১২টার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে লেনদেন বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। তবে গভীর রাতে যেসব এজেন্ট বা গ্রাহকের মোবাইল হিসেবের মাধ্যমে লেনদেন হয় সেসব হিসাব কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। এর আগে বিকেল ৫টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবাহ কমছে; এ কে এম রহমতুল্লাহ্’র অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, না, এটি সত্য নয়। মুদ্রানীতির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে না, বরং বাড়ছে। বাংলাদেশ ব্যাংক সবসময়ই অন্তর্ভূক্তিমূলক কর্মসংস্থান-সহায়ক এবং বিনিয়োগবান্ধব মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে আসছে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালের জুন থেকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ অর্থবছরে শতকরা ১০ দশমিক ৮৫ ভাগ থেকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরের এপ্রিল শেষে তা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৫ ভাগ। বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে অর্থবছর ২০১৭ এর জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। ওই অর্থবছরের মোট বিনিয়োগের শতকরা ৭৫ দশমিক ৭ ভাগই বেসরকারি বিনিয়োগ। জিডিপি’র মোট বিনিয়োগ ২০১৬ অর্থবছরে শতকরা ২৯ দশমিক ৭ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে অর্থবছর ২০১৭ এ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫ ভাগ। একইসঙ্গে সরকারি বিনিয়োগও ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়ে ২০১৩ এর শতকরা ৬ দশমিক ৬ ভাগ থেকে ২০১৭ এ জিডিপি’র ৭ দশমিক ৪ ভাগে দাঁড়িয়েছে। কাজেই মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না বলে জানান অর্থমন্ত্রী।