পুরো দলকে দায়িত্ব নিতে হবে শুধু নেইমার নয়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শুধু নেইমারকে ঘিরে ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখবে, এটা মানতে নারাজ তিতে। ইনজুরিতে তিন মাস মাঠের বাইরে থেকে ফেরার পর তার কাঁধে পুরো দলের দায়িত্ব দিতে চান না ব্রাজিল কোচ। ‘ই’ গ্রুপে সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সবাইকে নিজের জায়গা থেকে কাজ করার অনুরোধ করেছেন তিনি।
মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সার্বদের মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ফিলিপে কৌতিনিয়োর গোলে অজেয় থেকেছে তারা। সবশেষ কোস্টারিকার বিপক্ষে গোল পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দলের দ্বিতীয় গোল করে জেতানোর পর পিএসজি স্ট্রাইকার কান্নায় ভেঙে পড়েছিলেন। কঠিন পথ পাড়ি দেওয়ার পর এই জয়ে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার।
সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নেইমারকে ‘চাপমুক্ত’ রাখতে পুরো দলকে ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন তিতে। জোর গলায় তিনি বলেছেন, সবসময় নেইমার নির্ভর হয়ে খেলা উচিত নয়। ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, ‘সফলতা বা ব্যর্থতার জন্য অতিরিক্ত দায় (নেইমারের ওপর) দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। কোচ সেটা হতে দেবে না।’
পুরো দলকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন কোচ, ‘আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে। সবটা তার কাঁধে দেওয়া আমাদের উচিত নয়, পুরো দলকে এগিয়ে আসতে হবে। সে কি পারবে? অবশ্যই পারবে, কিছু পরিস্থিতিতে।’
নেইমারের অবস্থা এখনও স্বাভাবিক নয় জানালেন কোচ, ‘হয়তো আরও এক ম্যাচ লাগবে এবং তারপরই সে শারীরিক ও কৌশলগতভাবে পুরো ফর্মে ফিরবে। কারণ সে স্বাভাবিক অবস্থার মধ্যে নেই।’
এক পয়েন্ট পেছনে থাকা সার্বিয়ার কাছে হারলে বিদায় নিতে হবে ব্রাজিলকে। তাই শেষ ষোলোতে যাওয়ার এই লড়াইয়ে কোনও ভুল করতে চান না তিতে, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুব মূল্যবান। আমরা বিশ্বকাপে থাকব কিনা সেটা নির্ভর করছে এই ম্যাচের ওপর।’ ডেইলি টেলিগ্রাফ