December 24, 2024, 10:59 pm

সংবাদ শিরোনাম
বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনৈতিক সম্পর্ক: পদ ছাড়লেন ইনটেল প্রধান

অনৈতিক সম্পর্ক: পদ ছাড়লেন ইনটেল প্রধান

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে পদত্যাগ করছেন ইনটেল প্রধান ব্রায়ান ক্রাজানিচ।

চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, প্রতিষ্ঠানের সহকর্মীর সঙ্গে সম্পর্কের নীতি অমান্য করায় তাৎক্ষনিকভাবে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্রাজানিচ। ২০১৩ সালের মে মাস থেকে এই পদে ছিলেন তিনি।

প্রতিষ্ঠানটি জানায়, অনুসন্ধানে উঠে এসেছে ইনটেলের এক কর্মীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রাজানিচের– খবর বিবিসি’র। ওই সম্পর্কে উভয়ের সম্মতি থাকলেও তা প্রতিষ্ঠানের নীতি বিরোধী ছিল।

ক্রাজানিচের বদলে ইনটেলের পরবর্তী প্রধানের নাম বলা হয়েছে রবার্ট সোয়ান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান আর্থ কর্মকর্তার দায়িত্বে রয়েছেন তিনি।

ইনটেল জানায়, একই ধরনের নীতিমালা প্রতিষ্ঠানের সব ব্যবস্থাপকের ওপর প্রযোজ্য।

“প্রতিষ্ঠানের প্রত্যাশা যে সব কর্মী ইনটেলের মূল্যবোধকে সম্মান করবে এবং প্রতিষ্ঠানের আচরণবিধি মেনে চলবে, ক্রাজানিচের পদত্যাগ গ্রহণ করেছে বোর্ড,”– বলা হয় প্রতিষ্ঠানটির ঘোষণায়।

খবর প্রকাশের পর বিনিয়োগকারীরা এতে প্রতিক্রিয়া জানানোয় বৃহস্পতিবার সকালে শেয়ার মূল্য দুই শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির।

ইনটেল জানায়, ক্রাজানিচের স্থায়ী উত্তরসূরী পেতে অনুসন্ধান চালাবে তারা। ১৯৮২ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন ক্রাজানিচ।

ক্রাজানিচের আমলেই পার্সোনাল কম্পিউটারের পাশাপাশি ডেটা ব্যবসার মতো খাতগুলোতে নজর দিয়েছে ইনটেল।

পদত্যাগের পর বোর্ড চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট বলেন, ক্রাজানিচের “অনেক অবদানকে প্রতিষ্ঠান সাধুবাদ জানায়”।

“বোর্ড ইনটেলের কৌশলে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আমরা বব সোয়ানকে নিয়ে আত্মবিশ্বাসী যে পরবর্তী প্রধান নির্বাহী খুঁজে বের করার সময়টাতে তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন,” যোগ করেন ব্রায়ান্ট।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনিয়োগকারীদের বলা হয়েছে ২০১৮ সালে কার্যক্ষমতার দিক থেকে রেকর্ড গড়বে ইনটেল। চলতি বছরের প্রথম তিন মাসে ৪৫০ কোটি মার্কিন ডলার লাভ করেছে প্রতিষ্ঠানটি। আর এই সময়ে প্রতিষ্ঠানের আয় বলা হয়েছে ১৬০০ কোটি মার্কিন ডলার।

ইনটেল প্রসেসরে গবেষকরা নিরাপত্তা ত্রুটি বের করার পর প্রশ্নের মুখেও পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

Share Button

     এ জাতীয় আরো খবর