January 16, 2025, 7:12 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

আবার আগুন সন্ত্রাস করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব: কামরুল

আবার আগুন সন্ত্রাস করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব: কামরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি আগামি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস, বিশৃঙ্খলার পথ বেছে নেয় তবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আরও বলেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল তখন তাকে হত্যা করা হয়। এখনও ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন, অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করা, নির্বাচন বানচাল করা এবং গণতন্ত্রকে হত্যা করার। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

কামরুল ইসলাম বলেন, আগামি নির্বাচন সংবিধান মেনেই হবে। সংবিধান সম্মতভাবেই সংসদ বহাল থাকবে, নির্বাচনকালীন সরকারের প্রধান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি যে সব দাবি করছে মানার প্রশ্নই উঠে না। তারা নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। তারা যে আন্দোলনের হুমকি দিচ্ছে সময় এবং সুযোগই বলে দেবে সে আন্দোলন কি রকম হবে।

কামরুল বলেন, আন্দোলন করার সাংগঠনিক শক্তি তাদের নেই। তবে তারা যদি আবার বিশৃঙ্খলা, আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁত ভাঙা জবার দেবো। সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা আকতার হোসেন, অরুণ সরকার রানা প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর