January 16, 2025, 7:07 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

দেশে বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে : ফখরুল

দেশে বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে : ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশে এখন বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ রক্ষায় তরুণ প্রজন্মকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ‘সংবাদপত্রের কালো দিবসের’ আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বাকশালের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঘোষণা দিয়ে একদল ঘোষণা করা হয়েছিল। পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এই কথাগুলো বলা যাবে না, এটা করা যাবে না। টেয়ার ওয়াজ অ্যা স্টেট ল। আইন করে, রাষ্ট্রের বিধান করা হয়েছিল। আজকে কিন্তু একদম পুরো প্রতারণা এবং একটা পুরোপুরিভাবে মানুষকে বোকা বানিয়ে তথাকথিত গণতন্ত্রের একটা ছদ্মবেশ লাগিয়ে, আবরণ লাগিয়ে একই ঘটনা ঘটছে, আরো বেশি রকম করে ঘটছে। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে ফখরুল বলেন, আসলে আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। আমরা তো নির্বাচনে আসতে চাই। সেই নির্বাচন নির্বাচনের মতো হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক দল হিসেবে আমরা অবশ্যই নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচন অবশ্যই নির্বাচনের মতো হতে হবে। যদিও বর্তমান সরকার চায়, বিএনপি নির্বাচনে না আসুক। অন্যান্য দল দুই-একটা যা আছে তারাই থাকুক। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা ক্ষমতায় থাকবেন, হেলিকপ্টার চড়ে ঘুরে ঘুরে ভোট চাইবেন আর বিরোধী দলকে একটা কথাও বলতে দেবেন না, তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে ভরবেন- এভাবে করলে তো হবে না। নির্বাচনে সমান মাঠ থাকতে হবে। বাংলাদেশের নির্বাচনকালীন সামাজিক সংস্কৃতি অনুযায়ী এখানে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। পার্লামেন্ট ভেঙে দিতে হবে ও সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির নেতাকর্মীদের হতাশ না হয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব বলেন, হতাশাই শেষ কথা হতে পারে না। লড়াই করতে হবে, লড়াই করতে করতে আমরা একটা জায়গায় গিয়েই পৌঁছাবোই। আমরা এ দেশে কিন্তু বাকশালও দেখেছি। মানুষ জেগে উঠেছে। এই বাংলাদেশের মানুষই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়ে গেছে। আমাদের সেভাবেই এগোতে হবে। নির্বাচন হবে, আমরা ক্ষমতায় যাবো, এটা মনে করার কারণ নেই। আপনাদের আদায় করে নিতে হবে। এজন্য জনগণের কাছে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর