September 22, 2024, 1:34 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

দেশে বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে : ফখরুল

দেশে বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে : ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশে এখন বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ রক্ষায় তরুণ প্রজন্মকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ‘সংবাদপত্রের কালো দিবসের’ আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বাকশালের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঘোষণা দিয়ে একদল ঘোষণা করা হয়েছিল। পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এই কথাগুলো বলা যাবে না, এটা করা যাবে না। টেয়ার ওয়াজ অ্যা স্টেট ল। আইন করে, রাষ্ট্রের বিধান করা হয়েছিল। আজকে কিন্তু একদম পুরো প্রতারণা এবং একটা পুরোপুরিভাবে মানুষকে বোকা বানিয়ে তথাকথিত গণতন্ত্রের একটা ছদ্মবেশ লাগিয়ে, আবরণ লাগিয়ে একই ঘটনা ঘটছে, আরো বেশি রকম করে ঘটছে। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে ফখরুল বলেন, আসলে আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। আমরা তো নির্বাচনে আসতে চাই। সেই নির্বাচন নির্বাচনের মতো হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক দল হিসেবে আমরা অবশ্যই নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচন অবশ্যই নির্বাচনের মতো হতে হবে। যদিও বর্তমান সরকার চায়, বিএনপি নির্বাচনে না আসুক। অন্যান্য দল দুই-একটা যা আছে তারাই থাকুক। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা ক্ষমতায় থাকবেন, হেলিকপ্টার চড়ে ঘুরে ঘুরে ভোট চাইবেন আর বিরোধী দলকে একটা কথাও বলতে দেবেন না, তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে ভরবেন- এভাবে করলে তো হবে না। নির্বাচনে সমান মাঠ থাকতে হবে। বাংলাদেশের নির্বাচনকালীন সামাজিক সংস্কৃতি অনুযায়ী এখানে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। পার্লামেন্ট ভেঙে দিতে হবে ও সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির নেতাকর্মীদের হতাশ না হয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব বলেন, হতাশাই শেষ কথা হতে পারে না। লড়াই করতে হবে, লড়াই করতে করতে আমরা একটা জায়গায় গিয়েই পৌঁছাবোই। আমরা এ দেশে কিন্তু বাকশালও দেখেছি। মানুষ জেগে উঠেছে। এই বাংলাদেশের মানুষই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়ে গেছে। আমাদের সেভাবেই এগোতে হবে। নির্বাচন হবে, আমরা ক্ষমতায় যাবো, এটা মনে করার কারণ নেই। আপনাদের আদায় করে নিতে হবে। এজন্য জনগণের কাছে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর