October 10, 2024, 9:22 pm

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

শাকিবের ‘পোশাক ডিজাইনার’ বুবলী

শাকিবের ‘পোশাক ডিজাইনার’ বুবলী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। দুজন এখন পর্যন্ত নয়টি ছবিতে অভিনয় করেছেন। এই সময়ে অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তি পর্যায়ে সম্পর্কও মজবুত হয়েছে। আর এ কারণে খুঁটিনাটি অনেক বিষয়ে একজনের প্রতি আরেকজনের নির্ভরশীলতা তৈরি হয়েছে। এর একটি পোশাক বাছাই বা ঠিক করে দেওয়া।  ঈদুল ফিতরের দিন ১৬ জুন, শনিবার বিকেল সোয়া ৫টায় বেসরকারি চ্যানেল বাংলাভিশনে শুরু হওয়া ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ অনুষ্ঠানে বুবলী এ কথা জানিয়েছেন। অনুষ্ঠানটি নির্মাণের জন্য কক্সবাজারে একটি বিশেষ সেট তৈরি হয়। সেখানে বসে শবনম বুবলী বলেন, ‘একবার হয়েছি কী, আমরা একটি ছবির শুটিংয়ে গিয়েছিলাম, বাংলাদেশের বাইরে। ঠিকঠাক সময়মতো শুটিংও শুরু হলো। এরপর নির্দিষ্ট সময়ের একটু আগেই ওই দিনকার মতো কাজও শেষ হলো। অলস সময় পার করছিলাম রুমে। কিছুক্ষণ পর শুটিংয়ের একজন সহকারী এসে বলল, ‘‘ভাইয়া তো শপিংয়ে যাচ্ছে, আপনাকেও ভাইয়ার সাথে যেতে বলছে। আমি তো শুনে মহা খুশি। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমাকেও শপিং করে দিবে। এরপর আমরা কয়েকজন সহকারীসহ একটি শপিং মলে গেলাম। তখন দেখলাম, সে (শাকিব খান) আমাকে শপিং করাতে না, শপিং করিয়ে দিতে নিয়ে গিয়েছে। মানে সে তার পোশাক পছন্দ করার জন্য আমাকে নিয়ে গিয়েছে! আমি ভাবলাম, কী ব্যাপার, ঘটনা কী! যদিও তারপর আমি তাকে কিছু পোশাক পছন্দ করে দিয়েছিলাম।’ অনুষ্ঠানের এক ফাঁকে বুবলী এ ঘটনার ব্যাখ্যায় বলেন, ‘নিজের একটু পাবলিসিটি করে নিলাম। শাকিব খানের ড্রেস ডিজাইনার হিসেবেও মাঝে মাঝে কাজ করি। ভবিষ্যতে যদি কোনো প্রফেশন না থাকে, এ পেশাতে নিজেকে নিয়োজিত করতে পারব। তাই ভবিষ্যতে কোনো ধরনের সংকটে পড়লে তখন আর কোনো টেনশন করতে হবে না। এতটুকু নিশ্চিত করে বলতে পারি।’ ওই অনুষ্ঠানে বর্তমান সময়ের চলচ্চিত্র শিল্প নিয়ে বলতে গিয়ে শাকিব খান বলেন, ‘ইন্ডাস্ট্রি এখন একটা কঠিন সময় পার করছে। যারা এখন ভালো কাজ করছে কিংবা করতে চাচ্ছে, তারা যেন সে কাজগুলো কেউ যেন বাধা-বিঘœ না ঘটাতে পারে, আর ভালোভাবে যে কাজটা করছে, সে যেন করতে পারে, সে দিকটার প্রতি সরকারের খেয়াল রাখা উচিত। আর তা যদি না হয়, তাহলে ভবিষ্যতে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ হবে বলে আমার মনে হচ্ছে। কারণ সময়টা খুবই খারাপ যাচ্ছে।’ অনুষ্ঠানে শাকিব ও বুবলী তাদের ছেলেবেলার ঈদ, সিনেমায় আসার পরের ঈদগুলো কেমন কেটেছে, ঈদে মুক্তি পাওয়া ‘সুপারহিরো’ এবং ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এ সময় তরুণ নির্মাতাদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের কথা বলতে গিয়ে শামীম আহমেদ রনি, আশিকুর রহমান ও হিমেল আশরাফের নাম উল্লেখ করেন তারা। এবারের ঈদে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘সুপারহিরো’ এবং ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ নামের ছবি দুটি মুক্তি পেয়েছে। প্রথম ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আশিকুর রহমান। অন্যটি নির্মাণ করেছেন উত্তম আকাশ। শাকিব খানের আরেকটি ছবি মুক্তি পেয়েছে। সেটি হলো ‘পাঙ্কু জামাই’। এতে শাকিবের বিপরীতে রয়েছেন অপু বিশ্বাস। ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর