September 17, 2024, 6:42 pm

সংবাদ শিরোনাম

নলডাঙ্গায় ইউনিয়ন ছাত্রলীগেরর সভাপতি-সম্পাদক বহিস্কার

নলডাঙ্গায় ইউনিয়ন ছাত্রলীগেরর সভাপতি-সম্পাদক বহিস্কার

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা
নাটোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শামিম আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আপন আহম্মেদকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।
রোববার (২২শে অক্টোবর) দুপুরে নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ খালিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী (২৫শে সেপ্টেম্বর) সোমবার মাধনগর বিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ওই দুই ছাত্রলীগ নেতাকে দাওয়াত না দেওয়ার অভিযোগ এনে তারা কলেজ অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামানিকসহ শিক্ষকদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করেন। এ ঘটনায় শিক্ষক সমাজ বিক্ষোভ সমাবেশ করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং তাদের দল থেকে বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।
Share Button

     এ জাতীয় আরো খবর