September 18, 2024, 7:18 am

সংবাদ শিরোনাম

‘শত্রুতার’ এসিডে ঝলসে গেল দুই সহোদর

শত্রুতার এসিডে ঝলসে গেল দুই সহোদর

ডিটেকটিভ নিউজ ডেস্ক   

লালমনিরহাটের কালীগঞ্জে অ্যাসিড ছুড়ে ঝলসে দেওয়া হয়েছে দুই সহোদরকে

দগ্ধ ফরহাদ হোসেন (২৪) নুর ইসলাম (১৫) উপজেলার গোড়ল ইউনিয়নের গোড়ল চৌপতি গ্রামের আবুল কালামের ছেলে গুরুতর অবস্থায় ফরহাদকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহসান হাবীব বুলু

তিনি বলেন, গতকাল রোববার ভোরে দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয় এদের একজনের হাতে একজনের মুখের বেশির ভাগ ঝলছে গেছে পরে ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাদের বাবা আবুল কালাম বলেন, ফরহাদ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন একটি মামলায় হাজিরা দিতে শনিবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন গতকাল রোববার ভোরের দিকে কে বা কারা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দুই ভাইয়ের গায়ে অ্যাসিড নিক্ষেপ করে তাদের চিৎকারে পরিবারের অন্য এলে হামলাকারীরা পালিয়ে যায়

তিনি বলেন, শত্রুতাবশত অ্যাসিড হামলা করা হয়েছে ছেলে দুটোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকায় এখনও থানায় অভিযোগ দিতে পারিনি কিন্তু মামলা করব

তবে কার সঙ্গে শত্রুতা সে বিষয়ে কিছু বলেননি আবুল কালাম ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

Share Button

     এ জাতীয় আরো খবর