January 10, 2025, 1:36 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

এ সরকারের কোন জনপ্রিয়তা নেই: মওদুদ

এ সরকারের কোন জনপ্রিয়তা নেই: মওদুদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিষ্টার মওদুদ আহমদ ১৯৭৪ সালের রক্ষিবাহিনীর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এ সরকারের কোন জনপ্রিয়তা নেই। জোর পূর্বক ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতায় এসে ফের রক্ষিবাহিনীর সেই নির্যাতন শুরু করে দিয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কে যেভাবে নির্যাতন করছে এরা কোনদিন এদেশের মঙ্গল চায়না। সরকার ক্ষমতায় থাকার জন্য আবারও ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনের মতো নামে মাত্র আরেকটি নির্বাচন করে ক্ষমতায় জেয়ে দেশের সর্বস্তরের লুটপাট চালানোর পাঁয়তারা করছে।। গণতান্ত্রিক সরকার হলে এ ধরণের ফ্যাশীবাদি আচরণ করতেন না। এ অবস্থা বেশিদিন চলতে পারে না, এর অবসান হবে। এ সরকার জনগণের স্বতস্ফুর্ত জোয়ারে ঠিকে থাকতে পারে না, আগামি নির্বাচন সেটাই প্রমাণ হবে। আমি যতবার নিজ বাড়িতে আসি। আসার ২/৩ দিন আগে রাতে পুলিশের বিশাল বহর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখায় গ্রেফতার করে যাতে দলীয় কাজে অংশ নিতে না পারে। এবার ও আমি আসার দুই দিন আগে পুলিশ বহর যুবদলের সেক্রেটারী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত। তিনি আরও বলেন, একদিন না একদিন ক্ষমতা ছেড়ে যেতে হবে তবে সম্মানের সাথে যাওয়ায় ভালো। তাই আগামি নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসুক। এ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট নিয়ে নোয়াখালী-৫ আসন। এ আসনে আমি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আজকের দুর্ভাগ্য দেশে এমন একটি ফ্যাশীবাদি সরকার বিরাজ করছে যারা দেশের গণতন্ত্রকে বিলীন করছে। গত ৪ বছরে আমি আমার নির্বাচনী এলাকায় একটি সভা সমাবেশ করতে দেয়নি। সরকার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাশীবাদি শাসন অব্যাহত রাখার জন্য পুলিশ কে ব্যবহার করছে। তিনি গতকাল রোববার দুপুর ২ টায় নোয়াখালী কোম্পানীগঞ্জের নিজ বাসভবনের সামনে ফোরকানিয়া মাদ্রাসা মিলনায়েতনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথাগুলো বলেন। ব্যারিষ্টার মওদুদ আরও বলেন, দেশে যে গণতন্ত্র ও মৌলিক অধিকার নেয়। দেশে এমন স্বৈরাচারি সরকার আমার নির্বাচনী এলাকায় নোয়াখালী-৫ আসন সহ বিএনপিকে ইফতার মাহফিলও করতে দিচ্ছে না। সেখানে আমি রোজা রেখে আল্লাহ কাছে শোকরিয়া কামনা করব। তাও করতে দেয় না। রামপুরে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়, বৃষ্টির কারণে উপরের ছামিয়ানা দেওয়া হয়। পুলিশ গিয়ে তা নামিয়ে ফেলে। কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভায় ইফতার হওয়ার কথা এখন পর্যন্ত অনুমতি দেয়নি। আমার নির্বাচন এলাকা, কবিরহাট উপজেলায়ও একই অবস্থা।

Share Button

     এ জাতীয় আরো খবর