January 16, 2025, 11:49 am

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

লিপন দেব বালাগঞ্জ প্রতিনিধি:
এশিয়া কাপে দুই বারই ফাইনালে গিয়ে ও চ্যাম্পিয়ন গতে পারেনি ছেলেরা।অথচ প্রথমবার ফাইনালে গিয়ে অবিশ্বাস্য এক অর্জন করে দেখালো মেয়েরা।অসাধারণ এক জয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ।ঈদের আগে সমর্থকদের ঈদ উপহার হিসেবেই এসেছে এই শিরোপা। রবিবার এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছে বাংলাদেশ।
যে কোন পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই সেরা সাফল্য।গ্রুপ পর্বে ভারতকে হারানোর অভিজ্ঞতা ফাইনালে বেশ কাজে দিয়েছে।ওই ম্যাচের চেয়ে ফাইনাল ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক ছিল মেয়েরা।
২০০৪ থেকে শুরু হয়েছে মেয়েদের এশিয়া কাপ।ভারত গত ৬ আসরের সবগুলোতেই চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে এবারের আসরসহ তিনটি আসরে মাঠে নেমেছে।আগের দুই আসরে সাদামাটা পারফরম্যান্স করলেও তৃতীয় আসরে শিরোপা জেতার স্বাদ পেয়েছে সালমারা।শুধু তাই নয়,আরও একটি বৃত্ত ভেঙেছে বাংলাদেশ।এতদিন ভারতের বিপক্ষে খেলা মানেই ছিল বাংলাদেশে হার।ভাগ্যদেবীর ছোঁয়ায় এবার সেই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ।সব মিলিয়ে ১০টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া দুই দলের মধ্যে ভারত জিতেছে ৮টিতে।হারের বৃত্ত ভেঙে বাংলাদেশ এই টুর্নামেন্টেই জিতলো দুটিতে।
স্কোর-
ভারত: ১১২/৯ (২০ ওভার)
হরমোন প্রীত ৫৬,মিতালি ১১,কৃষ্ণামূর্তি ১১,গোস্বামী ১০।
উইকেট:খাদিজা এবং রুমানা নেন ২টি করে উইকেট।সালমা ও জাহানারা নেন ১টি করে উইকেট।
বাংলাদেশ:১১৩/৭ (২০ ওভার)
সামীমা ১৬,আয়েশা ১৭,ফারজানা ১১,নিগার সুলতানা ২৭,রুমানা ২৩,জাহানারা ২*, সালমা ০*
উইকেট: হরমোন প্রীত ২টি এবং পুনম একাই নেন ৪ টি উইকেট।
ফলাফল:বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
★ম্যাচ সেরা হন রুমানা আহমেদ (বল হাতে ২টি উইকেট এবং ব্যাট হাতে ২৩ রান)।
প্রাইভেট ডিটেকটিভ/১০ জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর