September 21, 2024, 11:08 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

বাজেটের আকার বড় হলেও চ্যালেঞ্জ মোকাবিলার সাহস আছে: ওবায়দুল কাদের

বাজেটের আকার বড় হলেও চ্যালেঞ্জ মোকাবিলার সাহস আছে: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রস্তাবিত বাজেটের আকার বড় হলেও তার চ্যালেঞ্জ মোকাবিলার সাহস সরকারের আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনায় গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ ছাড়া ঈদকে ঘিরে দেশের যানবাহন ব্যবস্থা ও যানজট কমাতে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেছেন, আমরা বাজেট করি দেশের উন্নয়নের স্বার্থে, বাজেট করি জনস্বার্থে। বাজেট করি, দেশের সর্বস্তরের জনগণের কথা মাথায় রেখে। সবার সমস্যা মাথায় রেখে এই বাজেট পেশ করা হয়েছে। বাজেট এখনো পাস হয়নি। এখন শেষ পর্যন্ত আমরা প্রতিক্রিয়াটা লক্ষ করছি। বড় বাজেট, বড় চ্যালেঞ্জ। তো বড় বাজেট যখন আমরা করেছি, শেখ হাসিনা সরকার বড় চ্যালেঞ্জ অতিক্রমেরও সৎ সাহস রাখে এবং এই বড় চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস আমাদের আছে এবং সে কারণেই আমরা বড় বাজেট করেছি। দেশের গরিব মানুষের স্বার্থ মাথায় রেখেই এই বাজেট করা হয়েছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে দেখুন, সোশ্যাল সেফটি যে নেটওয়ার্ক, সেটাতেই কিন্তু কয়েক লক্ষ গরিব লোককে এই কাভারেজের মধ্যে আনা হয়েছে। সরকার তো সবচেয়ে বেশি যেই বিষয়টা মাথায় রেখেছে, সেটা হচ্ছে, গরিব মানুষের স্বার্থটা এবং সেখানে কিছুকিছু সমালোচনা আছে। আর বিরোধী দল তো একেবারে, তাদের মন্তব্য বেপরোয়া। সবকিছুতেই তারা নেগেটিভ খোঁজে। আর বাজেটটা ভালো হয়েছে বলেই বিরোধী দলের প্রতিক্রিয়াটা একটু বেশিই হবে, এটা আমরা জানি। আর এখানে নির্বাচনের কোনো বিষয় নয়। এখানে বিষয়টা হলো জনস্বার্থ। গতবারও তো বড় বাজেট হয়েছে। তখন তো নির্বাচন ছিল না। তো এখন এই বাজেট আমি বলতে চাই, বাজেটটা বড়। বড় বাজেটে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে যদি কিছু ছোটখাটো জনগণের যে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া এবং বাজেট সংসদে পেশ হয়েছে। সেখানে আলাপ-আলোচনা হবে। সংসদ সদস্যদের আলাপ-আলোচনা এবং বাইরে জনগণের প্রতিক্রিয়া, যদি কোনো বিষয় সংশোধন করার প্রয়োজন পড়ে। সেটার জন্য তো অবশ্যই সরকার প্রয়োজনে জনস্বার্থে, কিছুকিছু জায়গায় যদি প্রয়োজন হয়, সেই প্রয়োজন মেটাবে। এখানে তো কোনো অসুবিধা নাই। এখন তো বাজেট পাস হয়ে যায়নি। ওবায়দুল কাদের আরো বলেন, একটা হচ্ছে, শুক্রবারে মেঘনাতে যানজট হয় না। এই দৃশ্যপট গত কয়েক বছরে প্রথম দেখলাম। আজকে কিন্তু শুক্রবারে যানজট নেই। যেটা এখানে আগে দেখেনি, গত কয়েক বছর ধরে। তো এইটা আমি দেখতে আসছি। যে শুক্রবারে মেঘনাতে যানজট পরিস্থিতিটাÑকাঁচপুর থেকে মেঘনা। এটা যে ভাংতি টাকার একটা সমস্যা। এইটা এখনো আমি দাঁড়িয়ে একটু দেখলাম গাড়িতে বসে। যে ওখানে টাকাটা ভাংতি টাকা লেনদেন হতে হতেই ওখানে সময় নষ্ট হয়ে যায়। কিছুকিছু কাজ আছে, বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। কিন্তু এফোর্টটা আরো বজায় রাখতে হবে এবং এটা আরো প্রচারের দরকার আছে। যেন তারা নির্দিষ্ট পরিমাণ টোলের টাকা নিয়ে যেন, টোল প্লাজায় সহজে অতিক্রমের সুযোগ নেয়। ওবায়দুল কাদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে আপৎকালীন কিছু সময়ের জন্য মেঘনা এবং গোমতীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। গোমতীতে ফেরি সার্ভিস চালু ডিফিকাল্ট। সিল্টেশন (পলি জমা হওয়ার প্রক্রিয়া) হয়ে গেছে। নৌপরিবহন মন্ত্রণালয়কে আমরা এই বিষয়ে জানিয়েছি। তারা ড্রেসিংটা তাড়াতাড়ি করে দিলে, আমরা ঈদুল আজহার সময়, গোমতীতেও ফেরি সার্ভিস চালু করতে পারব। মন্ত্রী বলেন, আর মেঘনার সব ঠিকঠাক। অল ইজ সেট ফর ফেরি সার্ভিস। সেটা ১২ তারিখ থেকে মেঘনায় জরুরি ফেরি সার্ভিস চালু হচ্ছে। ১৮টির মতো গাড়ি ফেরিগুলো বহন করতে পারবে প্রতিবার। আর ট্রাক, ৯-১০টা বহন করা যাবে। খুব তাড়াহুড়া মাত্র কয়েক দিনে আমরা এই নির্দেশনা পেয়েছি। আর এর মধ্যে তো আমাদের মূল সেতু সর্বশেষ, ডিসেম্বর তারা বলেছি, আমি নভেম্বর বলেছি। তার পরেও বেশি বলতে গেলে ডিসেম্বর। এর মধ্যে গোমতী কাঁচপুর, মেঘনার ফোর লেন সেতু চালু হয়ে গেলে আমার মনে হয় ওইদিকে ফেনী। ওইদিকে ফতেহপুর, রেইল ওভার পাসের কাজও এর মধ্যে, দু-এক মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে। আপাতত সেখানে যান চলাচলে কোনো অসুবিধা নেই। এরপরে এই তিনটি সেতু, দ্বিতীয় সেতু হয়ে গেলে ঢাকা চট্টগ্রামে অবাধে সাড়ে তিন ঘণ্টায় আসা-যাওয়া করা যাবে। সেই সুযোগের অপেক্ষায় আছি। আপাতত একটি ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার জন্য আমি দলের সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মন্ত্রী বলেন, যেন বিকল গাড়ি রাস্তার যানজটের কারণ না হয় এবং চেষ্টা করা হচ্ছে। সামান্য কিছুক্ষণ রাস্তা বন্ধ থাকলে রঙ সাইড দিয়ে গাড়ি এসে পুরা রাস্তাকে অনেক সময়ের জন্য জ্যামের কারণ হয়ে দাঁড়ায়। তো সে কারণে চেষ্টা চলছে। এবার আমরা আগেভাগেই চেষ্টা শুরু করেছি। আগে তো ঈদের আগে আগে একটা মিটিং হতো ঢাকায়। এখন পরিদর্শনও চলছে, ৫টা মিটিং হচ্ছে ঢাকায় বিভিন্ন কর্নারে। এ ছাড়া বরিশাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পন্টুন আনা হচ্ছে বলেও তিনি জানান। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সড়ক ও জনপদ এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর