নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগ বিরোধিতা করেনি: ওবায়দুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগ বিরোধিতা করেনি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগ বিরোধিতা করেনি। আমরা আইন অনুযায়ী পদক্ষেপ চেয়েছি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেতুভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানবন্দরে খালেদা জিয়াকে অর্ভ্যথনা জানাতে উত্তরা–বনানী সড়কের দুইপাশে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদেরও সমালোচনা করেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে অভ্যর্থনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা–কর্মীরা। তারা রাস্তায় দাঁড়ায়নি। কিন্তু বিএনপি তা–ব চালিয়েছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের জন্য রাস্তায় সৃষ্ট যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।