চট্টগ্রামে ৬০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামের পতেঙ্গা থানার কলসি দীঘির পাড় এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান ও মালিকের বাসায় অভিযান চালিয়ে ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল সাগে ১০টায় এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক। তিনি জানান, কলসি দীঘির পাড় এলাকায় শহীদ নামক একজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ও বাসায় অভিযান চালিয়ে আনুমানিক ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছি। প্রতিষ্ঠানটিকে শুক্রবার শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন।