October 11, 2024, 5:53 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

প্লে-অফ ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ইতালি

প্লে-অফ ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ইতালি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগামী মাসে বিশ^কাপ প্লে-অফের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। গত মঙ্গলবার ২০১৮ রাশিয়া বিশ^কাপের প্লে-অফ ম্যাচের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী ডেনমার্কের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

এছাড়া আগামি ৯ নভেম্বর ও ১৪ নভেম্বর ইউরোপিয়ান জোনের অনুষ্ঠিতব্য অপর ম্যাচগুলোতে মোকাবেলা করবে নর্দান আয়ারল্যান্ড-সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া ও গ্রীস।

জুরিখে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ইতালি দলের ম্যানেজার বলেছেন, ‘আমি মনে করি এই ধরনের ড্র আরো একটু ভালভাবে করা উচিত ছিল। তবে ড্রয়ের ফল আমাদের মেনে নিতে হবে। আমরা ইতালি এবং বিশে^র কোন দলকেই ভয় পাইনা। সুইডেন অনেক শক্তিশালী দল। তারা গ্রুপ পর্বে ফ্রান্স ও নেদারল্যান্ডকে পরাজিত করেছে। তবে আমাদেরও ফুটবল ইতিহাস বেশ সমৃদ্ধ। ইতালিকে ছাড়া বিশ^কাপ কল্পনা করাও কঠিন’।

১৯৫৮ সালের পর থেকে এ পর্যন্ত বিশ^কাপের কোন আসরে অনুপস্থিত ছিলনা ইতালি। সুইডিশ কোচ জেন এন্ডারসন বলেছেন, আমরা অবশ্যই একটি কঠিন ম্যাচ আশা করছি। তবে এটা অন্য কোন দল হলেও এমনই হতো। এখন থেকেই আমরা কাজ শুরু করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর