January 8, 2025, 5:37 pm

সংবাদ শিরোনাম
সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে

সিলেট-৩ আসনে বালাগঞ্জ ভিক্ষুভ সমাবেশ,আন্দোলনের প্রস্তুতি যা বললেন রাজনৈতিক নেতারা

সিলেট প্রতিনিধি ঃ
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৫টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানা পুনঃনির্ধারণে সিলেট-২ আসনের সাথে সম্পৃক্ত বালাগঞ্জ উপজেলার নতুন ঠিকানা সিলেট-৩। বালাগঞ্জকে সিলেট-৩ আসনের সাথে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে সিলেট-২ আসনের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, সিলেট-২ আসন থেকে বালাগঞ্জ উপজেলাকে পৃথক করা কাম্য নয়।
গত (৩০এপ্রিল)সোমবার গেজেট প্রকাশের পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আজ সর্বদলীয় সম্মিলিত নাগরিক কমিটির নেতারা বৈঠকে বসে এ সংক্রান্ত বিষয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। ওই কমিটির আহ্বায়ক জুয়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বালাগঞ্জকে সিলেট-২ আসনে ফিরিয়ে নেয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে উচ্চ আদালতে রিট দাখিল করা হবে বলেও জানান তিনি।
এদিকে বালাগঞ্জ উপজেলাকে সিলেট -৩ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করায় নারাজ রয়েছেন বিভিন্নদলের নেতারা। সিলেট-২ আসনের সাথে থাকা বালাগঞ্জ উপজেলাকে ৩ আসনের সাথে সম্পৃক্ত করা নিয়ে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তিন দলের নেতারাই বলছেন, দীর্ঘদিন থেকে থাকা বালাগঞ্জ ও ওসমানীনগরকে আলাদা করার ফলে এই দুই উপজেলার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও দীর্ঘ দিনের ভাতৃত্ববোধ বিনষ্ট হবে।তাঁরা বলেন, বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে জরিপ করা হলে, সিলেট-২ এর পক্ষে ৯০ ভাগ মানুষ ভোট দিবে।সর্বশেষ বালাগঞ্জ উপজেলাকে পুরোটাই সিলেট-৩ আসনের সাথে নেয়ার জন্য নির্বাচন কমিশন প্রথমিকভাবে সিদ্ধান্ত নেয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এরপর উপজেলাবাসী দলমত নির্বিশেষে নির্বাচন কমিশনে বালাগঞ্জ উপজেলাকে সিলেট-২ আসনের সাথে রাখার জন্য আবেদন করেন।এ নিয়ে গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এসময় বালাগঞ্জ উপজেলাকে সিলেট-২ আসনে রাখার পক্ষে ১১২জন এবং সিলেট-৩ আসনের সাথে রাখার পক্ষে ৪৯জন নাগরিক নিজেদের আইনজীবী নিয়ে শুনানিতে অংশ নেন। কিন্তু এরপরও বালাগঞ্জকে সিলেট-৩ আসনের সাথে অন্তর্ভূক্ত করায় চাপা ক্ষোভ বিরাজ করছে উপজেলার রাজনৈতিক নেতাদের মধ্যে। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারাও চাইছেন বালাগঞ্জ যেন সিলেট-২ আসনের সাথে থাকে।। ।বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেন, বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীর সম্পর্ক দীর্ঘ দিনের। প্রবাসেও বালাগঞ্জ-ওসমানীনগরবাসী যৌথ উন্নয়নমুলক সংগঠন রয়েছে। এই সিদ্ধান্ত দুই উপজেলার সামাজিক নিরাপত্তার জন্য হুমকি। আমাদের দাবী সবসময় এই দুই উপজেলা যেন এক সাথে রাখা হয়। প্রয়োজনে আমরা এই সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতে যাব।সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুন নুর (নুর মিয়া) বলেন, নিখোঁজ এই আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে পরাজিত করার জন্যই ২০০৮ সালে এই আসনটি ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়। এখন তার পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। আগামী নির্বাচনে এই আসন থেকে ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা নির্বাচনে অংশ নিবেন। তার জনপ্রিয়তার ইর্শ্বানিত হয়েই এই আসনটি ভাঙ্গা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘এই বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে বালাগঞ্জসহ সিলেট-২ আসনের সর্বত্র চলছে প্রতিবাদের ঝড়। বালাগঞ্জ উপজেলাকে সিলেট-২ আসনে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। বালাগঞ্জকে সিলেট-৩ আসনোর সাথে নেয়া এটি মানুষের ইচ্ছার বিরুদ্ধে একটি চাপিয়ে দেয়া সিদ্ধান্ত। আমিও চাই বালাগঞ্জ সিলেট-২ আসনের সাথে থাকুক। আমার ধারণা, বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে জরিপ করা হলে, সিলেট-২ এর পক্ষে ৯০ ভাগ মানুষ ভোট দিবে।সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী বলেন, আমিও মনেপ্রাণে চাই আমার সংসদীয় আসনের তিনটি উপজেলাই এক সাথে থাকুক। কিন্তু ইতিমধ্যে এই উপজেলার ৩টি ইউনিয়ন সিলেট-৩ আসনের সাথে ছিলো। এখন সরকারের সিদ্ধান্ত রয়েছে এক উপজেলাকে দুই ভাগ না করা। এরজন্যই পুরো বালাগঞ্জকে সিলেট-৩ আসনের সাথে নেয়া হয়েছে। তার পরও আমরা বালাগঞ্জকে সিলেট-২ আসনের সাথে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।উল্লেখ্য, বালাগঞ্জকে সিলেট-৩ আসনের সাথে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত ওই গেজেট প্রকাশ করা হয়।
এ গেজেটে উল্লেখ করা হয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে সিলেট -৩ আসনের সংসদীয় সীমানা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সিলেট -৩ সংসদীয় আসনে ফেঞ্চুগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা ও বালাগঞ্জ একাংশ ছিল।
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশন গত ১৪ মার্চ ৩৮টি আসনের সীমানা পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া গেজেট আকারে প্রকাশ করে। এর পক্ষে-বিপক্ষে দাবি ও আপত্তি গ্রহণ করে কমিশন।
এতে আপত্তি জানিয়ে ৪০৭টি এবং ইসির পক্ষ সমর্থন করে ২২৪টি আবেদন জমা পড়ে। এসব আপত্তির পর গত শনিবার থেকে শুনানি শুরু হয়। শুনানি শেষে সোমবার (৩০ এপ্রিল) চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি।
প্রাইভেট ডিটেকটিভ/২মে ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর