-
- রাজনীতি
- বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অনুমতি না পেয়ে নয়াপল্টনে
- আপডেট সময় April, 25, 2018, 11:24 am
- 331 বার পড়া হয়েছে
মোঃ ইকবাল হাসান সরকারঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দলের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই কার্যালের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে এটি পরিবর্তন করে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর