-
- জাতীয়, রাজনীতি, লিড নিউজ
- তবে ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে সমালোচনা করুন
- আপডেট সময় April, 18, 2018, 6:00 pm
- 614 বার পড়া হয়েছে
মোঃ ইকবাল হাসান সরকারঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের গণমাধ্যম সরকারের ত্রুটিবিচ্যুতি নিয়ে যতটা সরব থাকে ঠিক সেভাবে দেশ, সরকার ও জনগণের ইতিবাচক দিকগুলো তুলে ধরে না। সমালোচনা করুন ঠিক আছে, তবে ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে।
আজ বুধবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে তথ্য অধিদফতর আয়োজিত ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশে ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দানকালে একথা বলেন মন্ত্রী। প্রধান তথ্য অফিসার কামরুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যমের ইতিবাচক সমালোচনার ফলে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস পায়। পাশাপাশি সরকারের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডগুলো সম্পর্কে তুলে ধরা হলে জনগণের আস্থা ও আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনি তাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়। সরকারের সমালোচনার পাশাপাশি গণমুখী কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরাও গণমাধ্যমের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী সমাজের নানা অনিয়ম, অন্যায্যতা, বঞ্চনা তুলে ধরার পাশপাশি নানা ক্ষেত্রে জনগণের সাফল্যগাঁথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উত্তোরণের পর্য়ায়ে রয়েছে। শুধু স্বল্পোন্নত দেশ থেকেই নয় সব ধরণের পশ্চাদপদতা থেকে উত্তোরণ ঘটিয়ে দেশের এই অগ্রযাত্রায় গণমাধ্যমকেও শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/১৮এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর