July 8, 2024, 12:43 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে একের পর এক বাঁধ ভেঙে ও সড়ক উপছে নতুন নতুন এলাকা প্লাবিত কোটা সমস্যার সমাধান করার দাবি জাতীয় শিক্ষাধারার জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে চিনি ও ঔষধ উদ্ধার পীরগঞ্জের ঝোরারঘাট শাহ্ সালেক দাখিল মাদ্রাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পীরগঞ্জ ৮৭পিচ ইয়াবা ও অন্যঅন্য মামলায় আসামী আটক৫ ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ০৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সরকারী রাস্তাসহ ২৯টি মেহগনি গাছ কাটার অভিযোগ।। তদন্তে প্রশাসন পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পীরগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু

ইন্দোনেশিয়ার বালিতে মাহি

ইন্দোনেশিয়ার বালিতে মাহি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছবির প্রাণ হচ্ছে গল্প। আর এই গল্পের পাশাপাশি দর্শকের চোখ ও কান থাকে গানে। কারণ, গান ভালো লাগলে ছবি দেখার আগ্রহ আরো বাড়তে থাকে। আর এই গানের শুটিংয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি ইন্দোনেশিয়ার বালি যাবেন। নতুন এ ছবির নাম ‘মন দেব মন নেব’। রবিন খানের পরিচালনায় এ ছবির বিষয়ে মাহি বলেন, বর্তমানে লালমনিরহাটে রয়েছি। এখানেই গত মাসের শেষ থেকে এ ছবির টানা কাজ চলছে। ছবিতে আমার চরিত্রের নাম মোহনা। দারুণ ডানপিটে স্বভাবের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। এ ছবিতে অ্যাকশনও থাকছে। আর এ ছবির গানের শুটিংয়ে আগামি মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ার বালি যাব। পরিচালক রবিন খান বলেন, ২৫শে অক্টোবর পর্যন্ত লালমনিরহাটে শুটিং চলবে। এরপর ঢাকায় কয়েকদিন কাজ করে আমরা নভেম্বরের প্রথমদিকে বালিতে তিনটি গানের শুটিং করব বলে মনস্থির করেছি। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন শিবলী নওমান। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কবরী, সুব্রতসহ আরো অনেকে। এ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। উল্লেখ্য, সবশেষ মাহি অভিনীত গত ৬ই অক্টোবর ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মাহি। এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর সামনে সপ্তাহে মাহি অভিনীত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি সেন্সরে যাচ্ছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

Share Button

     এ জাতীয় আরো খবর