October 14, 2024, 7:59 pm

সংবাদ শিরোনাম
বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

ইন্দোনেশিয়ার বালিতে মাহি

ইন্দোনেশিয়ার বালিতে মাহি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছবির প্রাণ হচ্ছে গল্প। আর এই গল্পের পাশাপাশি দর্শকের চোখ ও কান থাকে গানে। কারণ, গান ভালো লাগলে ছবি দেখার আগ্রহ আরো বাড়তে থাকে। আর এই গানের শুটিংয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি ইন্দোনেশিয়ার বালি যাবেন। নতুন এ ছবির নাম ‘মন দেব মন নেব’। রবিন খানের পরিচালনায় এ ছবির বিষয়ে মাহি বলেন, বর্তমানে লালমনিরহাটে রয়েছি। এখানেই গত মাসের শেষ থেকে এ ছবির টানা কাজ চলছে। ছবিতে আমার চরিত্রের নাম মোহনা। দারুণ ডানপিটে স্বভাবের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। এ ছবিতে অ্যাকশনও থাকছে। আর এ ছবির গানের শুটিংয়ে আগামি মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ার বালি যাব। পরিচালক রবিন খান বলেন, ২৫শে অক্টোবর পর্যন্ত লালমনিরহাটে শুটিং চলবে। এরপর ঢাকায় কয়েকদিন কাজ করে আমরা নভেম্বরের প্রথমদিকে বালিতে তিনটি গানের শুটিং করব বলে মনস্থির করেছি। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন শিবলী নওমান। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কবরী, সুব্রতসহ আরো অনেকে। এ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। উল্লেখ্য, সবশেষ মাহি অভিনীত গত ৬ই অক্টোবর ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মাহি। এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর সামনে সপ্তাহে মাহি অভিনীত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি সেন্সরে যাচ্ছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

Share Button

     এ জাতীয় আরো খবর