মৌলভীবাজার প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শহরের চৌমুহনা পয়েন্ট হইতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমশেরনগর রোডস্থ বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সুলেমান, সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাম্মির হাবিব চৌধুরী রবিন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মুনাহিম কবির, পৌর তাতীদলের আহবায়ক মশিউর রহমান বেলাল, ৬নং একাটুনা ইউ পি বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন আলী, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, ফারুক আহমদ, অর্জুন দেব মেম্বার, আসিক মেম্বার। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, জিয়ামঞ্চ, জাসাস, জিসাস সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক তার বক্তব্যে বলেন আইনি লড়াই ও গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ সকল রাজ বন্দিদের মুক্ত করা হবে। এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া সহ রাজ বন্দিদের মুক্তি দিয়ে নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবী জানান। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারি হেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু এবং কারাগারে বন্দি স্থানীয় নেতাদের মধ্যে সদর উপজেলা বিএনপি নেতা সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল হেকিম, সাবেক জেলা যুবদল সদস্য এমদাদ মোঃ সিরাজ, যুবদল নেতা আতাউর রহমান মেম্বার, আব্দুর রহমান মেম্বার, ফাতির মিয়া, সহ সকল রাজনন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জনান।
প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল