January 1, 2025, 7:19 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সচিব হলেন আব্দুর রহিম রিপন,নতুন আরও তিন সদস্য অন্তর্ভুক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক , দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম হাজী হাশমত আমেনা ফাউন্ডেশন এর  আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৪ আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন , মৌলভীবাজার”-এর আহবায়ক-কমিটি গঠন মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা সাবেক স্বামীর লালসা-সন্তান বলির পাঁঠা, প্রতিকার কোথায়? জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বামনায় সুশীল সমাজের সাথে ইউএনও’র মতবিনিময়

দুই মেম্বার প্রার্থীর ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ পুন:গণনার দাবি

কলাপাড়া প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়ার ৫টি ইউনিয়নের সদ্যসমাপ্ত (২৯ মার্চ) ইউপি নির্বাচনে বালিয়াতলী ইউনিয়নের ৭,৮.৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বক প্রতীকের মেম্বার প্রাথী রুশিয়া বেগম ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুন:গণনার দাবি করেছেন। তিনি উপজেলা নির্বাচন অফিসারের কাছে পহেলা এপ্রিল দেয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি ৭ নম্বর ওয়ার্ডে ৫৫৮ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে ৮১৩ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে ৩৬৯, মোট ১৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রিসাইডিং অফিসাররা ৭ নম্বর ওয়ার্ডে ৩৫৮, ৮ নম্বর ওয়ার্ডে ৭১৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে ৩২২ ভোট দেখিয়ে ফলাফলে প্রাপ্ত ১৩৯৩ ভোট করেছেন। তার ভোট নষ্ট করে প্রতিদ্বন্ধী প্রার্থী মর্জিনাকে ১৫৫৩ ভোট দেখিয়ে ১৬০ ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। এমনকি আট নম্বর ওয়ার্ডে ফলাফল নির্ধারিত সিটে না দিয়ে একটি টুকরো কাগজে হাতে লিখে দেয়ার অভিযোগ করেছেন রুশিয়া বেগম। তিনি তিনটি কেন্দ্রের ভোট পুনগণনার দাবি তুলেছেন। একইভাবে বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মেম্বার প্রার্থী শাহনুর রহমান হাদি ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পৃনরায় ভোট গণনার দাবি তুলে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দাবি করেছেন, তালা প্রতীকে তিনি ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী মহসিন হাওলাদার পেয়েছেন ৩৭৭ ভোট। অথচ ফলাফল পাল্টে তাকে ৩৭৭ ভোট দেখিয়ে পরাজিত এবং মহসিন হাওলাদারকে ৫২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পুনরায় ভোট গণনার দাবি করেছেন। তাইলে প্রকৃত ফলাফল পাবেন বলেও জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ জানান, পুনর্গণনার সুযোগ নেই। নির্বাচন ট্রাইব্যুন্যালে ৩০দিনের মধ্যে আবেদন করতে হবে।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর