January 23, 2025, 1:08 am

সংবাদ শিরোনাম
মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ৫সদস্য গ্রেফতার ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন বেনাপোল -যশোর মহা সড়কের গদখালী ফুল রাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে শিমা শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা মধুপুরে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ৫সদস্য গ্রেফতার

ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর

ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে স্টেজ শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গান গেয়ে শ্রোতা-দর্শক মাতাচ্ছেন তিনি। আঁখির এই স্টেজের পথচলা ২০ বছরেরও বেশি। কিন্তু স্টেজে তার চাহিদা এতটুকু কমেনি, বরং দিন দিন বেড়েই চলছে। আর সে কারণেই স্টেজটাকেই বেশি প্রাধান্য দেন তিনি। এ বিষয়ে আঁখি বলেন, স্টেজ আমার কাছে যেমন পবিত্রতার নাম, তেমনি ভালোবাসারও।

শ্রোতাদের শ্রদ্ধা, ভালোবাসা এই সবই অর্জন করেছি গান শোনানোর মধ্য দিয়ে। তাই তাদের গান শোনাতে ভালো লাগে খুব। আমি ২০ বছর ধরেই শো করছি একই রকমভাবে। মাঝে মধ্যে যে ক্লান্তি লাগে না তা নয়। কিন্তু শ্রোতাদের ভালোবাসার কথা মনে পড়লে সব ভুলে যাই। এদিকে আঁখি আলমগীর বর্তমানে প্লেব্যাক নিয়েও ব্যস্ত। সর্বশেষ তার বাবা স্বনামধন্য চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় নির্মাণাধীন ‘একটি সিনেমার গল্প’-তে গান গেয়েছেন তিনি। এ গানটির সুর করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। গানটি প্রসঙ্গে আঁখি বলেন, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। এমন একটি ছবিতে এমন একজন ব্যক্তিত্বের সুরে গান গাইতে পেরেছি বলে। কতটুকু কি হয়েছে জানি না। তবে আমার বিশ্বাস গানটি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।

অন্যদিকে অনেক দিন ধরেই নতুন অ্যালবামে পাওয়া যাচ্ছে না আঁখি আলমগীরকে। নিজ উদ্যোগে আগের মতো করে মিউজিক ভিডিওতেও পাওয়া যাচ্ছে না তাকে। মূলত স্টেজ ব্যস্ততার ফলেই বাকি কাজগুলোতে তেমনভাবে সময় দিতে পারছেন না আঁখি। এ বিষয়ে তিনি বলেন, স্টেজ ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাছাড়া আমার দুই মেয়েকে সময় দিই। সে কারণে অন্য কাজে সময় দেয়াটা কঠিন। তারপরও আমি কয়েকটি গান করে রেখেছি। ভিডিওর পরিকল্পনাও রয়েছে। শ্রোতাদের বলবো আর একটু অপেক্ষা করতে। আমি নিজেও প্রহর গুনছি এগুলো প্রকাশের জন্য। দেখা যাক কি হয় সামনে।

Share Button

     এ জাতীয় আরো খবর