July 7, 2024, 1:23 am

সংবাদ শিরোনাম
পীরগঞ্জ ৮৭পিচ ইয়াবা ও অন্যঅন্য মামলায় আসামী আটক৫ ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ০৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সরকারী রাস্তাসহ ২৯টি মেহগনি গাছ কাটার অভিযোগ।। তদন্তে প্রশাসন পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পীরগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ

মাসুদ রানাঃ ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭ টি উপজেলার মধ্যে ১৬ টি উপজেলার নির্বাচিত ৫০ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
আজ বুধবার সকাল ১০ টায় শিল্পকলা অডিটরিয়ামে বিভাগীয় কমিশনারের আয়োজনে রংপুর বিভাগের ১৬ টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহন করেন। জেলার ১৬ জন চেয়ারম্যান,১৭ ভাইস চেয়ারম্যান ও ১৭ মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা শপথ বাক্যপাঠ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন,আপনাকে যারা ভোট দিয়েছে তাদের উপজেলা চেয়ারম্যান যারা আপনাকে ভোট দেয়নি তাদেরও উপজেলা চেয়ারম্যান আজ থেকে পুরো উপজেলার অভিভাবক আপনি। এই দায়িত্ববোধ থেকে কোনরকম আবেগ অনুরাগের বর্ষপতি না হয়ে সমান ভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, যারা ভোট দেয়নি তাদেরকে বঞ্চিত করা যাবে না। আপনার উপজেলার সবাইকে নিয়ে কাজ করবেন আমরা আপনার পাশে আছি। এর পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের সেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

এ সময় স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মনিরুজ্জামান,রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লিটন,গংগাচড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ সকল চেয়ারম্যানগণ প্রমুখ।
গত ২৯ মে ও ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১৬ উপজেলার নবনির্বাচিতদের শপথ হয়েছে। উল্লেখ্য, নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ-১ আদালত, রংপুর-এর সাময়িক স্থগিতাদেশ থাকায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গংগাচড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন এর শপথ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর