গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদয্পান, ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদয্পান উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদয্পান উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সদর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগাঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ ও সাবেক থানা কমান্ডার শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু প্রমূখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া, রাজনৈতিক, সাংস্কৃতিক, উপজেলা পরিষদের সকল সদস্য বৃন্দসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন