September 8, 2024, 8:54 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

বড়াইগ্রামে ৫ কারেন্টজাল বিক্রেতাকে অর্থদন্ড প্রদান

বড়াইগ্রামে ৫ কারেন্টজাল বিক্রেতাকে অর্থদন্ড প্রদান

নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কারেন্ট জাল বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-আবদুল মান্নান প্রামাণিক (৪৫), লাভলু মোল্লা (৪৮), আজহার আলী (৪৪), শফিকুল ইসলাম (৪২) ও শাহিদুল ইসলাম (৩৮)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।
বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দুপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন যৌথভাবে উপজেলার মৌখড়া হাটে অভিযান চালায়। অবৈধ কারেন্ট জাল বিক্রি করায় এসময় পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০ হাজার মিটার (২৪৩ পিস) কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর সেখানে ইউএনও আনোয়ার পারভেজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক পাঁচজনকে মোট পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
জব্দকৃত জালগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় বলেও জানান তিনি।
Share Button

     এ জাতীয় আরো খবর