June 30, 2024, 12:40 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিমানবন্দরের নিরাপত্তা

দেশের ভাবমূর্তির প্রশ্নে কোনো ছাড় নয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় আবারও অবৈধ প্রবেশের ঘটনা ঘটেছে। এবারের অবৈধ প্রবেশকারী অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা একজন নারী কাস্টমস কর্মকর্তা।

এসব ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিশেষ করে যুক্তরাজ্যের কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই এ ধরনের ঘটনা বিরূপ প্রভাব ফেলতে পারে। আমরা মনে করি, বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় অবৈধ প্রবেশ রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর ও সচেতন হওয়া উচিত। এ প্রবণতা রোধ করতে না পারলে তা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে।

ভুলে গেলে চলবে না, ইতিপূর্বে বিমানবন্দরের অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা ও বহিরাগতের অবাধ প্রবেশের অভিযোগ তুলে বাংলাদেশ থেকে কোনো পণ্য নিতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়াসহ আরও কিছু বিদেশি এয়ারলাইন্স ও এয়ার ফ্রেইট।

এ ধারাবাহিকতায় ব্রিটিশ এভিয়েশন টিম তাদের রিপোর্টে বিমানবন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তোলে। এরপর সরকার পরিস্থিতির উন্নয়নকল্পে ব্রিটিশ এভিয়েশন ফোর্সের আদলে এয়ারফোর্স, র‌্যাব, এপিবিএন ও পুলিশের চৌকস কর্মকর্তাদের নিয়ে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে বিশেষ বাহিনী গঠন করলেও অবৈধ প্রবেশের ঘটনা কেন বন্ধ হচ্ছে না, তা এক প্রশ্ন বটে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান আন্তর্জাতিক পর্যায়ের হওয়া উচিত। উদ্বেগের বিষয় হল, শুধু অবৈধ প্রবেশ নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করছে, যা রোধ করা যাচ্ছে না।

কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্নীতিপ্রবণ ব্যবস্থাপনা থাকতে পারে না। শাহজালাল বিমানবন্দরের দুর্বল ব্যবস্থাপনা শুধু দেশে নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করছে। এ ব্যাপারে সরকারের তেমন জোরালো কোনো পদক্ষেপও চোখে পড়ছে না। সরকার আন্তরিক হলে পরিস্থিতির পরিবর্তন না হওয়ার কোনো কারণ নেই। অবৈধ প্রবেশসহ সব ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিমুক্ত হয়ে শাহজালাল বিমানবন্দর সত্যিকারের আন্তর্জাতিক মানের বিমানবন্দরের মর্যাদা ও সুখ্যাতি লাভ করবে, এটাই প্রত্যাশা।

Share Button

     এ জাতীয় আরো খবর