চট্টগ্রাম সংবাদদাতা
স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র, দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেক মর্যাদপূর্ণ রাষ্ট্রীয় “একুশে পদক” প্রাপ্তি হওয়ার মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আজ দুপুরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মইনীয়া যুব ফোরামের সহ-সভাপতি ফেরদৌস আহমদ, সহ-সভাপতি তানভীর আহমদ, সহ-সভাপতি হাসান ইমাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলী মাইজভান্ডারী, সহ-দপ্তর সম্পাদক মোঃ আবদুল কাদের তুষার, চট্টগ্রাম মহানগর মইনীয়া যুব ফোরাম ৭নং ওয়ার্ড শাখা অন্যতম সদস্য মহিব উল্লাহ চৌধুরী সহ প্রমুখ।
মইনীয়া যুব ফোরাম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করায় দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মুঠোফোনে তিনি মইনীয়া যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন আহমেদ আল -হাসানি , ওয়াল -হোসাইনী , আল -মাইজভান্ডারী ‘র সাথে কথা বলেন ।