July 27, 2024, 1:20 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নারায়ণগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া একটি বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় পর এক ইঞ্জিন সহকারীকে জীবিত উদ্ধার করেছেন ডুবুরিরা নারায়ণগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সোহাগ হাওলাদারকে (৩৫) উদ্ধার করা হয় পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তিনি এখন সুস্থ আছেন বলে চিকিৎসক জানিয়েছেন পরিদর্শক তাহের জানান, বুধবার দুপুরে বন্দর উপজেলার নম্বর ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডের সামনে ডুবে যাওয়া যশোর ফেরির সঙ্গে ধাক্কা লেগেএমভি মুছাপুরনামের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায় সময় বাল্কহেডের চালকসহ অন্যান্য লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাল্কহেডের ইঞ্জিন রুমে থাকা গিজারম্যান সোহাগ আটকা পড়ে পানির নীচে তলিয়ে যান তাহের জানান, বুধবার বিকাল থেকে ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল সোহাগ হওলাদারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে পরে বেসরকারি ডুবুরি দলকে উদ্ধার তৎপরতার জন্য নিয়োগ করা হয় গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বেসরকারি ডুবুরি দলের সদস্য জাহাঙ্গীর আলম সিকদার বাল্কহেডের ভেতর থেকে জীবিত অবস্থায় সোহাগ হাওলাদারকে উদ্ধার করে নিয়ে আসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন সুলতানা বলেন, তার রুমে পানি প্রবেশ না করায় এবং রুমে অক্সজেন থাকায় তিনি বেঁচে গেছেন বর্তমানে সুস্থ আছেন তবে ভয়ে পেয়েছেন উদ্ধার হওয়া সোহাগ বলেন, আমি ডুবে যাবার পর থেকেই ইঞ্জিন রুমে আটকা পড়ি আমি সেখানে শুধুই আল্লাহর নাম জপছিলাম সারারাত আল্লাহর নাম নিয়েছি বিকালের দিকে আমার জ্ঞান যায় যায় অবস্থাএমন সময় আমাকে উদ্ধার করেন ডুবুরিরা

Share Button

     এ জাতীয় আরো খবর