আমজাদ হোসেন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ছাদ থেকে খড়ি তুলতে গিয়ে বিদ্যুতের তার স্পর্ষে আন্জুমান(১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার ১৮ মে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের খাজে গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেশী ও স্থানীয় রা জানান, শনিবার দুপুরের দিকে বাড়ির দোতলা ছাদের উপর আন্জুমান তার স্বামী আনোয়ারের সাথে রান্নার কাজে শুকনো খড়ি তুলছিলো।
এসময় ছাদের উপর দিয়ে টানানো ১১শ ভোল্টের পল্লীবিদ্যুতের তারে অসাবধানতা জনিত মাথা লেগে যায় গৃহবধূর। দ্রুত দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা ধীন অবস্থায় মারা যায় সে।
মডেল থানা পুলিশের এস আই জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ৬ মাস আগে আনোয়ারের সাথে বিয়ে হয় আন্জুমানের।
ইটের নির্মানাধীন নতুন ঘরে সবেমাত্র এই দম্পতি উঠেছিল। কিন্তু ভাগ্য সহায় হলোনা আন্জুমানের।
জানাগেছে মৃত্যু গৃহবধু একই এলাকার বেলাইচন্ডি কৌপুলকি গ্রামের ওহিদুলের মেয়ে।