June 22, 2024, 2:36 am

সংবাদ শিরোনাম
সিসিটিভির আওতায় উলিপুরঃ সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় পুলিশের এই প্রচেষ্টা সরিষাবাড়ীতে ৪ হাজার ব্যক্তির মাঝে এমপির চাল বিতরণ চিলমারীতে পৈ‌ত্রিক সম্প‌তি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে প্রায় ১৪ বছরের পুরোনো কবর ভেঙে ফেলার অভিযোগ গাজীপুর কালিয়াকৈর চান্দ্রায় ঈদ যাত্রার যাত্রীদের দুর্ভোগ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বোতলনোজ প্রজাতির মৃত ডলফিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার গান কমান্ডার গ্রেফতার ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর “ক্লুলেস ডাকাতি” ঘটনার মূলহোতা দুর্ধর্ষ ডাকাত সর্দার রবিজুল শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রংপুরের পীরগঞ্জে ইয়াবা, জুয়ারী,ও ওয়ারেন্টের আসামী সহ ৮জনকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা জৈন্তাপুরে চিকনাগুল বাজারে অবৈধ পশুর হাট, সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব

রংপুর খামার মোড়ে প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতংকে ভুক্তভোগী পরিবার

রুস্তম আলী, রংপুর
ব্যবসায়িক লেনদেনের কারণে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী, আশরাফুল আলম, খামার মোড়, রংপুর-এর বাসায় বেআইনী জনতায় অনুপ্রবেশ করে হামলার চেষ্টা ও ভয়ভীতির অভিযোগ উঠেছে বলে অভিযোগে জানা গেছে।

অভিযোগসূত্রে ১৫ই মে ২০২৪, বুধবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে পূর্বের থেকে শত্রুতার জেরে মরহুম আকবর আলী সরকারের সন্তান আ.ন.ম তারিক সরকার ওরফে এটম গং, হাজীপাড়া, আলমনগর, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর-এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী মদ্যপ অবস্থায় উক্ত প্রবাসীর বাসায় গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রাণ নাশের হুমকি প্রদান করলে, বাসায় অবস্থানরত নারীসহ শিশুরা আতংকিত হয়ে পড়েন। সি.সি টিভি ফুটেজ বিশ্লেষণ এবং উল্লিখিত বিষয়ে অনুসন্ধানে আরো জানা যায়, গত ২৩ জানুয়ারি ২০২০ সালে “অরিজিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট” এর চেয়ারম্যান আ.ন.ম. তারিক সরকারের সংগে প্রবাসী আশরাফুল আলম-এর নিজ ও ভাইয়ের নামে ক্রয়কৃত ১.১৯ (একশত ঊনিশ শতক) জমি, একটি ৩০০ টাকার স্ট্যাম্পে প্লট আকারে বিভিন্ন জনের নিকট বিক্রির চুক্তিপএে আবদ্ধ হন, যার মেয়াদ গত ২৩ জুলাই ২০২১(১৮ মাস) শেষ হয়ে যায়। কিন্তু ১৮ মাস অতিবাহিত হয়ে ৫৩ মাস পার হলেও প্রবাসীর সাথে দ্বিতীয় কোন চুক্তিপত্র হয়নি বলে জানা যায়। এ বিষয়ে প্রবাসী আশরাফুল আলমের সাথে কথা হলে, তিনি বলেন, এই ঘটনার পর তিনি এবং তার পরিবার আতংকে দিনাতিপাত করছেন। তিনি আরো বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করবেন। লিগ্যাল নোটিশ ইতোমধ্যে তিনি প্রেরণ করেছেন বলে জানা যায়। এতদসত্ত্বেও এটম গং স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় নানাভাবে তার পরিবার পরিজনকে হুমকি এমনকি জীবন নাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, তার শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন মাধ্যম মারফৎ তিনি জানতে পেরেছেন, পথে-ঘাটে তাকে আটক করে স্বাক্ষরিত চেকের পাতা সংগ্রহ করার জন্য পায়তারা চালাচ্ছে যা এটম গং পরবর্তীতে ডকুমেন্টস হিসেবে চালিয়ে যাবেন। তবে প্রবাসী স্পষ্ট করে বলেন, তার স্বাক্ষরিত কোন চেকের পাতা উক্ত ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট গং এর কারো কাছে নেই। চেক সংগ্রহের প্রচেষ্টা তাদের সন্ত্রাসী কর্মকান্ডের আর এক রূপ বলে অভিযোগ করেন আশরাফুল আলম।

এদিকে তারিক সরকার এটমের সাথে কথা বলা হলে, তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আশরাফুল আলম-এর কাছে ৭০ (সত্তর) লক্ষ টাকা পাব, এই টাকা না দেয়ার জন্যই আমার বিরুদ্ধে হয়রানীমূলক অভিযোগ আনয়ন করেন। আমি তার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব

Share Button

     এ জাতীয় আরো খবর