January 15, 2025, 8:59 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত

 

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত উপজেলা জগন্নাথপুর। এ উপজেলার খাল-বিল, নদী-নালা, হাওর সহ জলাভূমিতে প্রাকৃতিকভাবে প্রজননকৃত মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সাথে মৎস্য সম্পদ আরো বৃদ্ধির লক্ষে রুই, কাতলা, মৃগেল, কালী বাউস সহ নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে উপজেলার নলজুর নদী সহ জলাশয় রকম পুকুরে পৃথক ভাবে ৩১৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পৃথক স্থানে পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সুনামগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান, আ.লীগ নেতা আফু মিয়া, শাহনুর আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, মৎস্যজীবিলীগ নেতা হরিপদ দাস, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর