September 14, 2024, 2:59 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত

 

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত উপজেলা জগন্নাথপুর। এ উপজেলার খাল-বিল, নদী-নালা, হাওর সহ জলাভূমিতে প্রাকৃতিকভাবে প্রজননকৃত মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সাথে মৎস্য সম্পদ আরো বৃদ্ধির লক্ষে রুই, কাতলা, মৃগেল, কালী বাউস সহ নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে উপজেলার নলজুর নদী সহ জলাশয় রকম পুকুরে পৃথক ভাবে ৩১৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পৃথক স্থানে পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সুনামগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান, আ.লীগ নেতা আফু মিয়া, শাহনুর আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, মৎস্যজীবিলীগ নেতা হরিপদ দাস, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর