January 16, 2025, 1:40 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ঝিকরগাছার পল্লীতে ভাইয়ের হাতে ভাই খুন

 

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছার পল্লীতে সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের গাছি দায়ের কোপে কামরুল ইসলাম(৫২) নামে একজন খুন ও তিন জন আহত হয়েছে বলে জানাযায়।

আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার(৭সেপ্টেম্বর)সন্ধায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোঠপোদাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, নিহত কামরুলের ভাইপো আতাউর রহমান,ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভিন।

এদের মধ্যে আতাউর ও আনেয়ারার অবস্থা আশংকাজনক বলে ও জানাযায়।

নিহত কামরুল একই গ্রামের নুরুল হকের ছেলে।

জানাগেছে,নিহত কামরুল এর সাথে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের সাথে দীর্ঘদিন জমিজায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। আজ সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মান নিয়ে তাদের সাথে কামরুলের কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে দা নিয়ে এসে কামরুলকে এলোপাতাড়ি কোপাতে থাকলে তাকে বাঁচাতে ছুটে আসা ভাইপো আতাউর রহমান,ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভিনকে ও কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হলে তাদের অবস্থা অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কামরুল মারা যায়।

এই ঘটনায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্তের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের টিম পৌচেছে ও খুনিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর