বক্তারা বলেন, সরকারী ঘর ও টিউবওয়েল সহ বিভিন্ন কৃষি উপকরন দেয়ার নামে প্রায় দেড় শতাধিক কৃষকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই এলাকার বাসিন্দা লুঙ্গী জাকির। ভূক্তভোগী কৃষকদের কাছ থেকে নেয়া টাকা ফেরতে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষকরা। অভিযুক্ত জাকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মৃত আঃ হাই গজীর ছেলে। পেশায় তিনিও একজন কৃষক বলে জানা গেছে।