-
- অপরাধ, সারাদেশে
- মোংলায় বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- আপডেট সময় April, 3, 2023, 1:05 am
- 120 বার পড়া হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি::
মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ধর্ষক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আটককৃতকে রবিবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আরাজীমাকড়ঢোন এলাকার জনৈক বাসিন্দার যুবতী কন্যার সাথে ৬মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৫নম্বর ওয়ার্ডের আঁখি সিনেমা হল এলাকার কাদের হোসেনের ছেলে সোহাগ হোসেনের (২৭)। ৬মাসের প্রেমের সম্পর্ক চলাকালে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা অবস্থানসহ ঘুরে বেড়ান। এরই এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় সোহাগ ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পৌর শহরের সিঙ্গাপুর হোটেলে ডেকে নেন। এরপর হোটেলের ১০নম্বর কক্ষে ওই যুবতীকে আটকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক রাতভর ধর্ষণ করেন সোহাগ। এরপর সকালে ওই যুবতী সোহাগকে বিয়ের কথা বললে সোহাগ যুবতীকে তার ভোটার আইডি কার্ড নিয়ে আসতে বলে সটকে পড়েন। ভোটার আইডি কার্ড নিয়ে হোটেলে সোহাগকে না পেয়ে তার বাড়ীতে গেলে বাড়ীর লোকজন তাকে তাড়িয়ে দেন। পরে শনিবার রাতে এ ঘটনায় ওই যুবতী ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের মামারঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। আটককৃতকে রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। তিনি আরো বলেন, ওই যুবতীর ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর