January 16, 2025, 4:53 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে আটক ৩

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি::
সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে নৌকা, জাল, বিষসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘাগরামারী এলাকা থেকে এ জেলেদের আটকের পর রবিবার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনের অভ্যন্তরে প্রবেশ করে নিষিদ্ধ বেহুন্দী জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের ঘাগরামারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি নিষিদ্ধ বেহুন্দী জাল, একটি নৌকা, এক বোতল বিষ (কীটনাশক) ও কিছু পরিমাণ গাঁজা। আটক জেলেরা হলো খুলনা জেলার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের রেখামারী গ্রামের জালাল খাঁনের ছেলে বেল্লাল খাঁন (৩২), একই ইউনিয়নের খেজুরিয়া গ্রামের মৃত রুহুল আমিন গাজীর ছেলে ইস্রাফিল গাজী (৩৪) ও কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে আজিম গাজী (২৫)। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মাহবুব হাসান।
Share Button

     এ জাতীয় আরো খবর