-
- অপরাধ, সারাদেশে
- সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে আটক ৩
- আপডেট সময় April, 3, 2023, 12:55 am
- 96 বার পড়া হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি::
সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে নৌকা, জাল, বিষসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘাগরামারী এলাকা থেকে এ জেলেদের আটকের পর রবিবার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনের অভ্যন্তরে প্রবেশ করে নিষিদ্ধ বেহুন্দী জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের ঘাগরামারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি নিষিদ্ধ বেহুন্দী জাল, একটি নৌকা, এক বোতল বিষ (কীটনাশক) ও কিছু পরিমাণ গাঁজা। আটক জেলেরা হলো খুলনা জেলার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের রেখামারী গ্রামের জালাল খাঁনের ছেলে বেল্লাল খাঁন (৩২), একই ইউনিয়নের খেজুরিয়া গ্রামের মৃত রুহুল আমিন গাজীর ছেলে ইস্রাফিল গাজী (৩৪) ও কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে আজিম গাজী (২৫)। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মাহবুব হাসান।
এ জাতীয় আরো খবর