বাবুল রানা,(মধুপুর) টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন টেংরী গোরস্থানপাড়া এলাকা হতে মাহিম আরেফিন সৌরভ নামের এক মাদক ব্যবসায়ীকে দেড়লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর পৌরসভাধীন টেংরি গোরস্থানপাড়া ধৃত আসামীর উত্তর দুয়ারী বসতঘরে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম আমিনের ছেলে মাহিম আরেফিন সৌরভ(২৬) কে গ্রেফতার করিয়া তাহার নিকট হইতে মাদকদ্রব্য ১৫ (পনের) গ্রাম হেরোইন, যাহার মূল্য আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।