January 16, 2025, 7:51 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

গাইবান্ধায় মুক্তিযোদ্ধার এক জাল সনদে দুই সরকারি চাকরি, দুদকের মামলা

একে তো নিজের অমুক্তিযোদ্ধা পিতাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে জাল সনদ তৈরি করেছেন। আবার সেই জাল সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় একই সঙ্গে নিয়েছেন দুটি সরকারি চাকরি।
এমন জাল-জালিয়াতি প্রমাণ পেয়ে ওই শিক্ষক ও তার ভুয়া মক্তিযোদ্ধা পিতার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদি হয়ে মামলাটি দায়েরে করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
মামলার এজাহার থেকে জানা যায়, গাইবান্ধা  জেলার গোবিন্দগঞ্জ  উপজেলার মহিমাগঞ্জ পুনতাইড়ের আবু সাঈদ মো. নুরে হাবিব তার পিতা মো. রায়হানুল হক শাহের নামে ভুয়া মুক্তাযোদ্ধা সনদ জাল করে ২০১১ সালে গোবিন্দগঞ্জের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি নেন। একইভাবে ২০১৫ সালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সহকারী পরিচালক (প্রশাসন) পদে চাকরি নেন ওই শিক্ষক।
দুদক সূত্রে জানা যায়, আবু সাঈদ মো. নুরে হাবিব জাল জালিয়াতি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ৫ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা আত্মসাত করেন। একই ভাবে ভুয়া সনদ ব্যবহার করে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সহকারী পরিচালক (প্রশাসন) পদ থেকে বেতন হিসেবে ৮ লাখ ৪৪ হাজার ৬০৪ টাকা আত্মাসৎ করেন।
দুটি পদে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৩ লাখ ৬২ হাজার ৭৭২ টাকা আত্মসাৎ তরার অভিযোগে তাদের নামে ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ ধারায় মামলা করে দুদক।

Share Button

     এ জাতীয় আরো খবর