-
- জেলা সংবাদ
- ইসলামপুরে যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্ম বার্ষিকী পালিত
- আপডেট সময় December, 5, 2022, 4:43 pm
- 102 বার পড়া হয়েছে
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির’ ৮৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে ইসলামপুর উপজেলা ও শহর যুবলীগ।
রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। তিনি দলের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাতকে আরো শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে চলমান রাখতে আহবান জানান।
উপজেলা যুবলীগ সাইফুল ইসলাম বাবু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আঃ সালাম,পৌর মেয়র আঃ কাদের শেখ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। পরে বিশেষ মোনাজাত শেষে কেক কাটেন প্রতিমন্ত্রী।
এ জাতীয় আরো খবর