January 16, 2025, 10:51 am

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

সুন্দরবনেও উড়ছে আর্জেন্টিনার পতাকা, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান ও বন কর্মকর্তারা

মোংলা প্রতিনিধি
সুন্দরবনেও উড়ছে আর্জেন্টিনার পতাকা, ক্ষুব্ধ বন কর্মকর্তা সুন্দরবনের কেওড়া গাছে ওপর লাঠি দিয়ে ওড়ানো হয়েছে আর্জেন্টিনার পতাকা দেশের বিভাগ, জেলা, উপজেলা, শহর, নগর ও গ্রাম পেরিয়ে এখন সুন্দরবনেও ছড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। সুন্দরবনের কেওড়া বনে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা। আর মনের টানে আর্জেন্টিনার প্রেমে পতাকাটি উড়িয়েছেন ১৩ বছর বসয়ের জেলে বিপ্লব জোমাদ্দার ওরফে সিস্টেম বিপ্লব। তবে বিষয়টি জানায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন কর্মকর্তা।বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা বিপ্লব। বাবা নেই পাঁচ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছোট বোনকে নিয়ে মায়ের সঙ্গে থাকে বিপ্লব। এক ভাইকে নদীতে মাছ ধরার সময় কুমিরে নিয়ে যায়। বাকি ভাইরা আলাদা থাকেন। নদীতে মাছ ধরে বোন আর মাকে নিয়ে জীবিকা চলে তার। স্থানীয় বাসিন্দা ও মোবাইল মেকানিক মো. ফিরোজ হাওলাদার বলেন, ‘বিপ্লবের নিজের জাল-নৌকা নেই, অন্যের সঙ্গে ভাগে নদীতে মাছ ধরে। সেখান থেকে যে টাকা পায় তা দিয়ে কিছু জমিয়ে বিপ্লব আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। দড়ি ও লাঠি দিয়ে সেই পতাকা সুন্দরবনে উড়িয়েছে। চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন  বলেন, বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের নাগরিকরা আমাদের দেশ এবং এখানকার মানুষকে তো চিনেই না। তা নিয়ে এতো প্রেমিক ও আবেগপ্রবণ হওয়া ভালো না যে, সুন্দরবনে পতাকা উড়াতে হবে। তাকে আইনের আওতায় আনা উচিত, কারণ বন সংরক্ষিত, সেখানে কেউ যখন তখন ঢুকতে পারে না। কারণ বনবিভাগের অনুমতি লাগে। সুন্দরবন পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, চুরি করে যে এ পতাকা টানিয়েছেন সে কাজটি ঠিক করেননি। আমরা এটি নামানোর ব্যবস্থা করছি। চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সামনের খালের ওপারেই তিনদিন ধরে পতাকা উড়ছে। এতে বনবিভাগের দায়িত্বে গাফিলতি আছে কি-না এমন প্রশ্ন এড়িয়ে বন কর্মকর্তা শহিদুল বলেন, আমাদের জনবল কম। তাই বিষয়টি এখনই দ্রুত দেখছি।
Share Button

     এ জাতীয় আরো খবর