অনলাইন ডেস্ক:-
এর আগে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিওনেল মেসির দল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মেসি।
অষ্টম মিনিটে কর্ণার পায় আর্জেন্টিনা। এসময় আলবিসেলেস্তেদের একজনকে ডি বক্সে অবৈধভাবে বাঁধা দেন সৌদি ডিফেন্ডার কানো। ভিএআরের মাধ্যমে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মেসি। যার ফলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধে আরো তিনবার বল জালে জড়ায় আর্জেন্টিনা। এর মাঝে একবার মেসি ও দুইবার লউতারো মার্টিনেজ সৌদি গোলরক্ষককে পরাস্ত করেন।
ম্যাচের ২২, ২৭ ও ৩৫ মিনিটে হওয়া গোলগুলো তিনবারই অফ সাইডের কারণে বাতিল হয়। ফলে হতাশায় পোড়ে আর্জেন্টিনা। সৌদির হাই লাইন ডিফেন্সের কারণেই বারবার এই সমস্যায় পড়েছে আলবিসেলেস্তেরা।