-
- চট্টগ্রাম, জেলা সংবাদ
- চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্মমান আদালতের অভিযান ৪ বেকারি কে ৬০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় November, 8, 2022, 8:44 pm
- 133 বার পড়া হয়েছে
এম ডি বাবুল চট্রগ্রাম জেলা
চট্টগ্রামের বাঁশখালীতে নোংরা পরিবেশে ফুড আইটেম তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ০৮ ই নভেম্বর ২২ বিকেল ৪.০০ টা হতে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত বাঁশখালী উপজেলার জলদি,মিয়াবাজার,টাইম বাজারে খাদ্য পন্য উৎপাদনকারী বিভিন্ন বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ,লেভেল বিহীন খাদ্য পণ্য বাজারজাতকরণ,খাদ্য দ্রব্য মানব শরীরের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া ও অপরিশোধিত আয়োডিন বিহীন লবণ উচ্চ মাত্রায় ব্যবহার করায় ০৪(চার)টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৬০,০০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। প্রতিষ্ঠান গুলোর মধ্যে জলদি’র আল্লাহর দান বেকারী কে ২০,০০০ টাকা,টাইম বাজারে আমানত বেকারীকে ১০,০০০ টাকা, মিয়া বাজারে মায়ের দোয়া বেকারীকে ১০,০০০ টাকা ও একতা বেকারী কে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী (ভূমি) অফিসার জানান
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর