গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নবীনগর টু চন্দ্রা মহাসড়কের কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পশ্চিম চন্দ্রা এলাকার ওয়ালটনের সামনে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই আলামীন (৩২) ও অনিক (২৭) হলো কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিনহাটি এলাকার মৃত আব্দুল সালামের ছেলে।
স্থানীও , নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় বিকাল সাড়ে তিনটার দিকে কালিয়াকৈর যাওয়ার পথে নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পশ্চিম চান্দরা ওয়ালটন কারখানার সামনে ইউটার্ন নেয়ার সময় কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে বড়ভাই আলামিনের মৃত্যু হয় এবং ছোট ভাই অনিককে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে সালনা হাইওয়ে পুলিশ।
এ ঘটনায় নিহত দের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান ঘটনা নিশ্চিত করেন।