January 16, 2025, 3:38 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ।

নাটোর প্রতিনিধি:-  নাটোরে ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরম্নদ্ধে। নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে । সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে গনমাধ্যমকর্মীরা প্রধান শিক্ষক ভুয়া বিল ভাউচারে অর্থ আত্মসাতের বিষয়টির সত্যতা
খুঁজে পান।
এ সময় প্রধান শিক্ষকের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামের ক্রয় বিক্রয়ের রশিদ সংগ্রহ
করে সেই সকল প্রতিষ্ঠানে ফোন দিতে থাকলে প্রধান শিক্ষক আব্দুল আউয়াল বলেন, এগুলো
ভুয়া বিল ভাউচার।এগুলো কিভাবে তৈরি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি উপজেলা প্রকৌশলী অফিসের
জনৈক কর্মচারীর কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ দিয়ে করিয়ে নিয়েছেন বলে
জানান। অর্থ আত্মসাতের কথা স্বীকার করে প্রধান শিক্ষক আব্দুল আউয়াল বলেন, আমি
তো আপনাদের কাছে সবকিছু সত্য কথাই বলে দিলাম। আমরা কয় টাকা বেতন পাই।
আপনাদের আত্মীয়স্বজন চাকরি করলে খোঁজ নিয়ে দেখেন। খুবই সামান্য বরাদ্দ আসে।
আর সবাই এভাবেই কাজ করে। প্লিজ কোনো নিউজ করে মান সম্মান নষ্ট করেন না। বলে
গনমাধ্যমকর্মী কে টাকা দিয়ে তার অপরাধ ঢাকার চেষ্টা করেন ওই প্রধান শিক্ষক।


এদিকে ভূয়া বিল ভাউচারে ওই বিদ্যালয়ের মেরামত কজের রাজমিস্ধসঢ়;ত্রি ইব্রাহিম আলীর
নামে ৬০,৫০০/- টাকা বিল ভাউচার করেছেন প্রধান শিক্ষক। সরেজমিনে রাজমিস্ধসঢ়;ত্রী
ইব্রাহিমে কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি পাইকপাড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে কোন কাজ করিনি, কাজ করেছে মানিক মিস্ধসঢ়;ত্রি। মুঠোফোনে
মানিক মিস্ধসঢ়;ত্রি বলেন ওই বিদ্যালয়ের কাজ আমি করেছি, আমার কাজের বিল দিয়েছে
১০,৭০০/-টাকা, ৩২ বস্তা সিমেন্টে কাজ করে প্রধান শিক্ষক ৮০ বস্তার বিল করেছেন।
এ বিষয়ে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
মাহবুব উল আলম বলেন, ২০২১-২২ অর্থ বছরে ৪ লাখ ১০ হাজার টাকা সরকারি বরাদ্দ আসে।
আমি প্রধান শিক্ষক কে বিশ্বাস করে সঠিকভাবে কাজগুলো করতে বলি। কিন্তু উনি ভুয়া
বিল ভাউচার তৈরি করে নামমাত্র কাজ করে পুরো টাকা উত্তোলন করেছেন।
এই বিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন,পাইক পাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের বিরুদ্ধে আমরা অভিযোগ
পেয়েছি। বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর